পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্নাতকস্তরে ভর্তির পোর্টালে আবেদন ভিনরাজ্য়ের প্রায় 90 হাজার পড়ুয়ার, খুশি শিক্ষামন্ত্রী - Bengal College Admission Portal

Bratya Basu on Admission Portal: এই প্রথমবার পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি প্রক্রিয়া চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷ বাড়িতে বসেই পড়ুয়ারা ইচ্ছেমতো কলেজে ভর্তির আবেদন জানাতে পারছে ৷ সেখানেই দেখা গিয়েছে ভিনরাজ্যের বহু পড়ুয়ারা আবেদন জানিয়েছে ৷ তাতেই খুশি শিক্ষামন্ত্রী ৷

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 3:27 PM IST

College Admission Portal
কলেজে ভর্তির পোর্টালে ভিন রাজ্যের লক্ষাধিক পড়ুয়ার আবেদনে খুশি শিক্ষামন্ত্রী (ইটিভি ভারত)

কলকাতা, 4 জুলাই: শিক্ষা দুর্নীতিতে জেরবার বাংলা ৷ এহেন পরিস্থিতিতেও ভিনরাজ্যের পড়ুয়াদের টানছে বঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি ৷ এমনই তথ্য উঠে এল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল থেকে । এই পোর্টালের মাধ্যমেই রাজ্যের বাইরে থাকা বহু ছাত্রছাত্রীরা আবেদন জানিয়েছে পশ্চিমবাংলার বিশ্ববিদ্যালয়গুলোতে । বুধবারের সমীক্ষা অনুযায়ী এই পোর্টালের মাধ্যমে মোট আবেদন জমা পড়ছে 4 লক্ষ 76 হাজার 808 । যার মধ্যে 87 হাজার 10 জন পড়ুয়া ভিনরাজ্যের । যা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তাঁর কথায়, ভিনরাজ্যের পড়ুয়াদের দু'হাত বাড়িয়ে গ্রহণ করছে পশ্চিমবঙ্গ।

পোর্টালের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবাংলার পরেই সব থেকে বেশি আবেদন করা হয়েছে বিহার থেকে । বিহার থেকে আবেদনপত্র জমা পড়েছে 31,745 । এছাড়াও ঝাড়খণ্ড থেকে 28721, অসম থেকে জমা পড়েছে 7504, উত্তরপ্রদেশ থেকে 4039, ওড়িশা থেকে 3892, ত্রিপুরা থেকে 3143, সিকিম থেকে 1540, আন্দামান-নিকোবর থেকে 735, হরিয়ানা থেকে 116, দিল্লি থেকে 553 ।

মেঘালয় থেকে আবেদন জমা পড়েছে 511, উত্তরাখন্ড থেকে 483, ছত্তিশগড় থেকে 448, অরুণাচল প্রদেশ থেকে 434, মণিপুর থেকে 427, মহারাষ্ট্র থেকে জমা পড়েছে 336, রাজস্থান থেকে 329, পঞ্জাব থেকে 322, নাগাল্যান্ড থেকে 273, অন্ধ্রপ্রদেশ থেকে 245, মধ্যপ্রদেশ থেকে 210, জম্মু এবং কাশ্মীর থেকে 161, গুজরাত ও কেরল থেকে যথাক্রমে 112 ও 84 ।

এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আবেদন জমা দিয়েছেন 4 লক্ষ 60 হাজার 988 জন। এই পুরো সমীক্ষা দেখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "স্নাতকস্তরে পড়ার জন্য আমাদের কেন্দ্রীয় অনলাইন পোর্টালে সারাদেশ থেকে পড়ুয়ারা আবেদন করেছেন। গুজরাত, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অসম, বিহার, মহারাষ্ট্র থেকে 87 হাজার 10 জন পড়ুয়া আবেদন করেছে । জম্মু কাশ্মীর থেকে কেরল পর্যন্ত সব রাজ্যের পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য এ রাজ্যকেও বেছে নিচ্ছে । তাঁদের দু'হাত তুলে স্বাগত জানাচ্ছি ।"

ABOUT THE AUTHOR

...view details