কলকাতা, 8 জুন: হুগলি লোকসভা কেন্দ্র থেকে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন 76 হাজার 853 ভোটে । আর ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে 2 লক্ষেরও বেশি ভোটে জিতেছেন দেব ৷ দুজনেই বাংলার বিনোদন দুনিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব । একজন 'সুপারস্টার', অন্যজন 'দিদি নম্বর ওয়ান' । ভোটযুদ্ধে জয়ী হয়ে দুজনেই ফিরেছেন নিজের ঘরে । ঘটনাচক্রে দুজনেই আনন্দপুরের বিলাসবহুল কমপ্লেক্সের বাসিন্দা । দুই অভিনেতা সেখানে ফিরতেই তাঁদের নিয়ে উল্লাসে মাতেন প্রতিবেশীরা । কেক কাটা থেকে বাজি পোড়ানো, আয়োজনে সবকিছুই ছিল ।
রাজনীতিতে আত্মপ্রকাশ করেই তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনের ময়দানে নামেন রচনা ৷ বাংলা সিনেমা জগতে দেব এবং রচনা দীর্ঘদিনের সহকর্মী ৷ ভোটে তাঁর জয় নিয়ে বেশ খুশি দেব ৷ তিনি বলেন, "রচনা দি রাজনীতিতে আমার থেকে জুনিয়র হলেও অভিজ্ঞতায় অনেক ম্যাচিওরড। আমার সঙ্গে কথাও হয় অনেক। আমার মনে হয়, এরকম মানুষেরই রাজনীতিতে আসা উচিত, যাদের ভাবমূর্তি ভালো এবং পয়সা কামানোর ইচ্ছে নেই।"