পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'যাদের টাকা কামানোর ইচ্ছে নেই, তাদের রাজনীতিতে আসা দরকার'; বললেন দেব - Deepak Adhikari - DEEPAK ADHIKARI

TMC MP Dev speaks about TMC Rachna Banerjee Victory: রাজনীতিতে আত্মপ্রকাশ করেই তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে জিতেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ এই জয় নিয়ে খুশি বাংলা সিনেমা জগতে তাঁর সহকর্মী তথা রাজনৈতিক সহকর্মী ঘাটালের সাংসদ দেব ৷

TMC MP Dev
তৃণমূল সাংসদ দেব (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 8:32 AM IST

কলকাতা, 8 জুন: হুগলি লোকসভা কেন্দ্র থেকে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন 76 হাজার 853 ভোটে । আর ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে 2 লক্ষেরও বেশি ভোটে জিতেছেন দেব ৷ দুজনেই বাংলার বিনোদন দুনিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব । একজন 'সুপারস্টার', অন্যজন 'দিদি নম্বর ওয়ান' । ভোটযুদ্ধে জয়ী হয়ে দুজনেই ফিরেছেন নিজের ঘরে । ঘটনাচক্রে দুজনেই আনন্দপুরের বিলাসবহুল কমপ্লেক্সের বাসিন্দা । দুই অভিনেতা সেখানে ফিরতেই তাঁদের নিয়ে উল্লাসে মাতেন প্রতিবেশীরা । কেক কাটা থেকে বাজি পোড়ানো, আয়োজনে সবকিছুই ছিল ।

রাজনীতিতে আত্মপ্রকাশ করেই তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনের ময়দানে নামেন রচনা ৷ বাংলা সিনেমা জগতে দেব এবং রচনা দীর্ঘদিনের সহকর্মী ৷ ভোটে তাঁর জয় নিয়ে বেশ খুশি দেব ৷ তিনি বলেন, "রচনা দি রাজনীতিতে আমার থেকে জুনিয়র হলেও অভিজ্ঞতায় অনেক ম্যাচিওরড। আমার সঙ্গে কথাও হয় অনেক। আমার মনে হয়, এরকম মানুষেরই রাজনীতিতে আসা উচিত, যাদের ভাবমূর্তি ভালো এবং পয়সা কামানোর ইচ্ছে নেই।"

ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই দেবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চক্রবর্তী ৷ সেই প্রসঙ্গে দেব বলেন, "হিরণ যে ভাবে প্রচার চালিয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে আঘাত করে, এসব আজকের দিনে চলে না ৷ বিজেপি যে ভাবে বাংলায় ঢুকতে চাইছে, সেটাও আজ চলে না। তাই ওঁদের অবস্থা এতটা খারাপ ৷ আমি ঘাটালের মানুষের ভালোবাসায় জিতেছি। আমি ভালোবাসা দিয়ে জিতেছি ।"

তাঁর কথায়, "একজন জনপ্রতিনিধির কাজ কখনও শেষ হয় না ৷ অনেক কাজ । এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভাবতে হবে ৷ আছে আরও অনেক কাজ । এক্সিট পোল যা দেখাচ্ছিল তা বেশ চিন্তার ছিল । কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল মানুষ এখনও তৃণমূল সরকারের উপরেই আস্থা রেখেছে । তাই যে সব জায়গায় বিজেপি জিতেছে, খুব কম মার্জিনে জিতেছে ।" দেব এবং রচনাকে এদিন শুভেচ্ছা জানাতে হাজির হন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র-সহ দলের আরও অনেক নেতা-নেত্রী, শুভাকাঙ্খী ও অনুগামীরা ।

ABOUT THE AUTHOR

...view details