কলকাতা, 3 মে: তৃণমূল কংগ্রেসের এত দৈন্যদশা আসেনি যে রাজ্যপালকে কলঙ্কিত করে ভোটে জিততে হবে । শুক্রবার নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে এভাবেই রাজভবনের তোলা অভিযোগের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের নারী শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।
শুক্রবার বেলা 11টায় বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন তিনি । সেখানেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের এই মন্ত্রী। তিনি বলেন, "আজ আমরা কীসের সম্মুখীন হচ্ছি ! যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি এই রাজ্যের রাজ্যপাল । আর যিনি অভিযোগ করছেন তিনি রাজ্যপালের তৈরি করা পিস রুমের একজন অস্থায়ী মহিলা কর্মী । একবার নয়, দুই দুই বার তাঁর উপর শারীরিক নির্যাতন করেছেন রাজ্যপাল । একজন মহিলা অস্থায়ী কর্মী চেয়েছিলেন তাঁর চাকরি স্থায়ী হোক ৷ তার বদলে এ ধরনের ঘটনা সামনে আসায় আমরা স্তম্ভিত ।"
শশী পাঁজা আরও বলেন, রাজ্যপালের পদটি অত্যন্ত গরিমাপূর্ণ । তাঁর পদের একটা মর্যাদা রয়েছে, তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠা রাজভবনের প্রতি মানুষের আস্থা নাড়িয়ে দিতে পারে বলে মত রাজ্যের মন্ত্রীর । রাজ্যপাল এই ঘটনাকে অস্বীকার করায় তার বিরুদ্ধেও সরব হয়েছেন শশী পাঁজা ৷ তিনি বলেন, "আপনি সন্দেশখালি গিয়েছিলেন । সেখানে আপনি বলেছিলেন, নারীর অসম্মান করা যায় না । আপনি যাঁদের অভিযোগ শুনেছিলেন, তাঁরা কি জানেন আপনার বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে । গতকাল ওই মহিলা কাঁদতে কাঁদতে আরও কয়েকটি নাম বলেছেন । আমি সেই নামগুলোতে যেতে চাই না । অর্থাৎ যিনি পিস রুম খুলেছিলেন, ওয়ার রুম খুলেছিলেন - তিনি এই বিষয়টি অস্বীকার করতে গিয়ে বলছেন তৃণমূল কংগ্রেসের নাকি কোনও ষড়যন্ত্র আছে । কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে ।"