কাঁকসা, 4 অগস্ট: অজয় নদের জল বৃদ্ধি পেলে তার সঙ্গে পাল্লা দিয়ে যন্ত্রণা বাড়ে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মানুষের । এবারও তার অন্যথা হল না ৷ আবারও একটি বর্ষা আসতেই ফুঁসছে অজয় । ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির জেরে সিকাটিয়া জলাধার থেকে ছাড়া হচ্ছে জল । সেই জল বাড়তেই পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের অন্যতম যোগাযোগ মাধ্যম একেবারেই বিচ্ছিন্ন । দু'দিন আগে কাঁকসার বিদবিহারের অজয়ের জলে মোড়াম আর মাটির সেতু গলে মিশে গিয়েছে অজয়ের জলে । দু'দিন পেরিয়েছে কিন্তু এখনও শুরু হয়নি নৌকা পরিষেবা । চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বহু শ্রমিক থেকে পড়ুয়াদের ।
তিন বছর পেরিয়েছে ৷ সম্পূর্ণ হয়েছে অজয়ের স্থায়ী সেতু নির্মাণের কাজ । কিন্তু সংযোগকারী রাস্তার কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় শুরু হয়নি যাতায়াত । কর্মসূত্রে বীরভূম থেকে বহু শ্রমিক অজয়ের অস্থায়ী সেতু পেরিয়ে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে কাজে যোগ দেন । বহু পড়ুয়াও এই রাস্তা অবলম্বন করে স্কুল কলেজে পৌঁছে যায় । এখন তাদেরও প্রায় 30 কিলোমিটার ঘুরে ইলামবাজারের সেতু দিয়ে করতে হচ্ছে যাতায়াত ।