পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাক বিভাগের বিশেষ কভারে ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের মুহূর্ত - India Post Celebrates T20 WC Win - INDIA POST CELEBRATES T20 WC WIN

India Post Celebrates T20 WC Win: ডাক বিভাগের বিশেষ কভারে জায়গা পেল ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের মুহূর্ত ৷ আজ ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার ফিল্যাটেলিক কভার প্রকাশ করেছেন ৷ এটি ফিল্যাটেলিক বিভাগ থেকে কিনতে পারবেন সাধারণ মানুষ ৷

ETV BHARAT
ডাক বিভাগের বিশেষ কভারে ভারতের টি20 বিশ্বকাপ জয়ের মুহূর্ত ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 8:51 PM IST

কলকাতা, 1 জুলাই: ভারতীয় দলের টি-20 বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখার উদ্যোগ ভারতীয় ডাকবিভাগের ৷ পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমারের উদ্যোগে আজ একটি ফিল্যাটেলিক কভার প্রকাশ করা হয়েছে ৷ সেই কভারে জায়গা পেয়েছে টি-20 বিশ্বকাপ হাতে ভারতীয় দলের ছবি ৷ সোমবার বিকেলে যোগাযোগ ভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সেই কভারের উন্মোচন করা হয়েছে ৷

ডাক বিভাগের বিশেষ কভারে ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের মুহূর্ত ৷ (ইটিভি ভারত)

নীরজ কুমার জানান, পশ্চিমবঙ্গ সার্কেল প্রথম এই বিশ্বকাপ জয়কে স্মরণ করে কভার প্রকাশ করেছে ৷ যে কেউ এটি চাইলেই কিনে সংগ্রহ করতে পারেন ৷ সূত্রের খবর, পোস্ট অফিসের ফিল্যাটেলিক বিভাগ থেকে 25 টাকা দিয়ে এই বিশেষ কভার কিনতে পারবে সাধারণ মানুষ ৷ প্রাথমিকভাবে 2000টি কভার ছাপানো হয়েছে ৷ চাহিদার উপর নির্ভর করে আরও কভার ছাপানো হবে ৷

এই বিষয়ে ডাক বিভাগের অধিকারিকদের বক্তব্য, ভারতীয় দলের টি-20 বিশ্বকাপ জয় আমাদের গর্বিত করেছে ৷ ক্রিকেটে ভারতের এই অসামান্য কৃতিত্ব স্মরণে রাখতেই আনন্দের সঙ্গে একটি বিশেষ ফিল্যাটেলিক কভার প্রকাশ করা হয়েছে ৷ যেমনটা, অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস ইত্যাদির মতো স্মারক ডাকটিকিট এবং বিশেষ কভার প্রকাশ করা হয় ৷ খেলাধূলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যগুলিকে স্মরণীয় করার জন্য ডাকবিভাগ সবসময় সহায়ক ভূমিকা পালন করেছে ৷

ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার বলেন, "আইসিসি টি-20 বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ভারতীয় দলের অসাধারণ জার্নি বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীদের হৃদয় জিতে নিয়েছে ৷ বিশেষ কভার প্রকাশ এই ঐতিহাসিক জয়ের সারমর্ম প্রতিফলিত করার জন্য ডিজাইন করা হয়েছে ৷ যা ভারতীয় ক্রিকেট দলের দক্ষতাকে স্বীকৃতি দেওয়া চেষ্টা ৷

আজ টি-20 বিশ্বকাপ জয়ের মুহূর্তকে উদযাপনের বিশেষ অনুষ্ঠানে যোগাযোগ ভবনে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের বহু কর্মী ও আধিকারিক উপস্থিত ছিলেন ৷ কভার প্রকাশের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details