পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাজিরা দিতে হবে না লালবাজারে, হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর আইনজীবীর - Suvendu Adhikari

Calcutta High Court: কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী ৷ বুধবার তাঁকে লালবাজারে হাজিরা দিতে হবে না ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 6:08 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: আদালতে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাস । বিরোধী দলনেতার মামলায় যুক্ত থাকার জন্য তাঁকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল । এর বিরুদ্ধে গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী । কিন্তু মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান, যে মামলার প্রেক্ষিতে সূর্যনীল দাসকে ডেকে পাঠানো হয়েছে, তাতে আর হাজিরার প্রয়োজন নেই । রাজ্যের এই বক্তব্যের ভিত্তিতে বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, আগামিকাল হাজিরা দিতে হবে না সূর্যনীলকে ।

প্রসঙ্গত, আগামিকাল তাঁকে লালবাজারে হাজির থাকার নির্দেশ দিয়েছিল লালবাজারের ট্রাফিক বিভাগের স্পেশাল রেইড সেকশন ৷ আইনজীবী সূর্যনীল দাস দীর্ঘদিন ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন মামলার সঙ্গে যুক্ত রয়েছেন । সন্দেশখালি যেতে বাধা পাওয়ার পর বিরোধী দলনেতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । সেই মামলাতেও শুভেন্দুর আইনজীবী ছিলেন সূর্যনীল দাস । কিন্তু রহস্যজনকভাবে গতকালই তাঁকে তলব করে নোটিশ পাঠায় লালবাজার । তারপর আইনজীবী বাধ্য হয়ে গতকাল বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানিয়েছিলেন ।

এ বিষয়ে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, "সূর্যনীল দাস কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, ভালো ছেলে । আমাদের ছোট ভাইয়ের মতো । তিনি শুভেন্দুবাবুর বিভিন্ন মামলায় যুক্ত থাকেন । যেদিন শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয়েছিল, সেই সময় সূর্যনীল ওই গাড়িতে ছিলেন আইনজীবী হিসাবে । তিনি পুলিশ আধিকারিকদের আইনের বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলেন । তারপরই 15 ফেব্রুয়ারি তাঁর বাড়িতে পুলিশ চলে যায় এবং তাঁকে চিঠি ধরিয়ে দিয়ে জানানো হয়, আগামী 21 ফেব্রুয়ারি তাঁকে লালবাজারে হাজিরা দিতে হবে । প্রত্যেক মানুষের নিজের সম্মান রক্ষা করার অধিকার আছে আমাদের দেশের সংবিধান অনুযায়ী । সূর্যনীলও সেই জন্যই আদালতে এসেছিলেন । কিন্তু রাজ্য জানায়, তিনি হাজির না হলেও অসুবিধা নেই । আসলে আর কিছুই না, এটা তাঁকে হেনস্থা করার চেষ্টা ।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালি মামলায় তলব লালবাজারের, হেনস্থার অভিযোগে হাইকোর্টে শুভেন্দুর আইনজীবী
  2. সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়ে ফের হাইকোর্টে মামলা শুভেন্দুর
  3. পুলিশি বাধার পর হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালিতে শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details