কলকাতা, 6 সেপ্টেম্বর: ধর্ষণ-বিরোধী "অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড বিল 2024"-এর টেকনিক্যাল রিপোর্ট পৌঁছে গিয়েছে রাজভবনে ৷ শুক্রবার সন্ধ্যায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ইটিভি ভারতকে তেমনটাই জানিয়েছেন ৷ 3 সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে এই বিল পাশ হয় ৷ এরপর বিলটি আইনে পরিণত করতে তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠায় রাজ্য ৷
রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন জানান, রাজ্য সরকারের তরফে তাঁকে বিলের কপি পাঠানো হয়েছে ৷ কিন্তু এই বিলের টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি ৷ সেই টেকনিক্যাল রিপোর্ট হাতে না পাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না ৷ সূত্রের খবর, রাজভবনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে বিলের টেকনিক্যাল রিপোর্ট চেয়ে পাঠানো হয় ৷ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শুক্রবারই অপরাজিতা বিলের টেকনিক্যাল রিপোর্ট রাজ্যপালের কাছে চলে যাবে ৷ সেইমতো বিলের টেকনিক্যাল রিপোর্ট রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী মলয় ঘটক ৷
তিনি ইটিভি ভারতকে বলেন, "গতকাল রাতে রাজভবন থেকে টেকনিক্যাল রিপোর্ট চাওয়া হয়েছিল ৷ রাজ্যপালের যে যে বিষয়ে জিজ্ঞাস্য ছিল, তার বিস্তারিত রিপোর্ট শুক্রবার বিকেলেই রাজভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷"