গঙ্গাসাগর, 4 অগস্ট: ক্রমশ এগিয়ে আসছে সমুদ্র ৷ যেকোনও সময় ভাঙনের কবলে পড়তে পারে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির ৷ তাই এবার মন্দিরকে রক্ষা করতে তড়িঘড়ি নয়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার ৷ ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখে এমনটাই জানালেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷
তিনি বলেন, "গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্রের ভাঙন ভয়াবহ পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে । বেশ কয়েকবার বাঁধের মাধ্যমে ভাঙন আটকানো চেষ্টা চালানো হয়েছে, কিন্তু কোন লাভ হয়নি ৷ কোটালের আর বড় বড় ঢেউয়ের দাপটে সব প্রচেষ্টাই নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে । এবারও আইআইটি চেন্নাইয়ের শরণাপন্ন হয়েছি আমরা এবং সেচ দফতরের পক্ষ থেকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করার পর ভাঙন রোধ করার জন্য একটি ব্লু প্রিন্ট তৈরি করা হবে । ভাঙন প্রতিরোধের জন্য একাধিকবার উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে । পাশাপাশি খুব শীঘ্রই বাঁধ মেরামতি করার কাজ শুরু হবে ।"
রবিবার গঙ্গাসাগর মেলা চত্ত্বর ও কপিলমুনি ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে এখানে আসেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা । এখানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরাও । ভয়ানক ভাঙন পরিস্থিতি দেখা দিয়েছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে । একটু একটু করে ভাঙনের ফলে সমুদ্র ক্রমশ এগিয়ে এসেছে কপিলমুনি মন্দিরের কাছে ৷ বর্তমানে কপিলমুনি মন্দির থেকে সমুদ্রের দূরত্ব কমে প্রায় 100 থেকে 150 মিটার এসে দাঁড়িয়েছে । নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটাল ও অমাবস্যার কোটালের জেরে কার্যত কপিলমুনি মন্দিরের সামনের নদী বাঁধ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে ।
গত নিম্নচাপ আর পূর্ণিমার ভরা কোটালে সাগরমেলার 1 থেকে 5 নম্বর স্নানঘাট পর্যন্ত সমুদ্রতটে ভয়াবহ ভাঙন হয় । পূর্ত দফতরের একটি কংক্রিটের রাস্তা, বিদ্যুতের খুঁটি, জনস্বাস্থ্য কারিগরি দফতরের জলের লাইন, অস্থায়ী দোকান, গাছ পর্যন্ত সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছে । এই মুহূর্তে ভাঙন রুখতে না পারলে কিছুদিনের মধ্যে কপিলমুনির আশ্রমও তলিয়ে যেতে পারে, এমন আশঙ্কাও তৈরি হয়েছে । ভাঙন এলাকা থেকে মাটি ও বালি সংগ্রহ করা হয়েছে । জোয়ার ও ভাঁটার সময় কতটা জলস্ফীতি হচ্ছে তাও পরিমাপ করার কাজ চলছে । এই কারণে সেচ দফতরের পক্ষ থেকে উপগ্রহ-চিত্র সংগ্রহ করা হয়েছে ।