পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহুরে ভোটারদের বুথমুখী করতে চালু বিশেষ নির্বাচনী ট্রাম - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Election Special Tram: শহুরে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে অভিনব পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ৷ কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে বিশেষভাবে ভোট প্রচার চালাবে উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিকের দফতর ৷

Election Special Tram
ইলেকশন ট্রাম কার

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 9:16 PM IST

ইলেকশন স্পেশাল ট্রাম

কলকাতা, 30 এপ্রিল: দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন ৷ শহরবাসীর মধ্যে এই নির্বাচন সম্পর্কে সচেতনতা বাড়াতে অভিনব পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ৷ কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে বিশেষভাবে ভোট প্রচার চালাবে উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিকের দফতর ৷ মঙ্গলবার এই ট্রেনের উদ্বোধন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব ৷

নির্বাচন কমিশনের সমীক্ষায় দেখা গিয়েছে, ভোটদান করার ক্ষেত্রে শহুরে ভোটাররা বেশ উদাসীন ৷ কলকাতা দক্ষিণে ভোটদানের হার রাজ্যের অন্য জেলার তুলনায় অনেকটাই কম ৷ তবে এই ভোটারদের মধ্যে গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ নিয়ে প্রচারের ক্ষেত্রে বরাবরই তৎপর কমিশন ৷ সে কারণে এবারও একাধিক পদক্ষেপ নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ৷ নির্বাচন শুরুর প্রথম থেকেই টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ উত্তর কলকাতা নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে এই বছর সচেতনতা প্রচার চালানো হবে ট্রামের মাধ্যমে ৷

দেখতে দেখতে কলকাতার ট্রামের বয়স দেড়শো বছর পেড়িয়েছে । বৃদ্ধ হলেও এখনও কলকাতার বুকে চলছে ট্রাম । যদিও আগের মতো জন-পরিবহণের ক্ষেত্রে ট্রামের প্রাসঙ্গিকতা কমেছে বেশ খানিকটা ৷ তবে শহরের রাস্তায় এখনও টং টং শব্দে ট্রাম চলে গেলে চোখের সামনে সৃষ্টি করে একটা নস্টালজিক ছবি । শহরের গতি বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে ট্রামের চাহিদা কমলেও এখনও পুরোপুরি জায়গা হারায়নি পরিবহনের এই মাধ্যম । তাই পুরাতনের হাত ধরেই এবার নির্বাচনী প্রচারে নামানো হচ্ছে ইলেকশন ট্রাম কার ।

প্রচারের জন্য একটি শীতাতপ ট্রামকে সাজানো হয়েছে। প্রতিদিন এসপ্ল্যানেড থেকে শামবাজার রুট এবং অন্যান্য রোডেও ঘুরবে এই ইলেকশন স্পেশাল ট্রাম । যাতায়াতের পথে সাধারণ মানুষকে সচেতন করবে ট্রামটি । 29 এপ্রিল ইলেকশন স্পেশাল ট্রামের উদ্বোধন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাব । আগামী 5মে পর্যন্ত চলবে এই ট্রাম ৷

প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ও বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার এবং শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল করবে ট্রামটি । যাত্রীদের সচেতন করার জন্য ট্রামের ভিতরে রাখা থাকবে একটি ডামি ইভিএম মেশিন । এই বিশেষ ট্রামে উঠতে কোনও টিকিট কাটতে হবে না যাত্রীদের । এর পাশাপাশি ট্রামে প্রতিদিনই সচেতনতামূলত অনুষ্ঠানের আয়োজন করা হবে ।

মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও এদিনের উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল, সিইও দফতরের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী ও বিজিত কুমার ধর, কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার (I) মুরলিধর শর্মা, ট্রাসপোর্ট বিভাগের সেক্রেটারি ডঃ সৌমিত্র মোহন এবং কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় ৷ পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল জানান, নির্বাচন কমিশনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে কলকাতা পুলিশ ৷ রাস্তার ট্রাফিক ডিসপ্লে বোর্ডগুলিতে এখন জনস্বার্থে নির্বাচন সংক্রান্ত বার্তা দেওয়া হচ্ছে । শহুরে ভোটারদের উদ্দেশ্যে তিনি জানানা, ভোটচলাকালীন অশান্তি এড়াতে সব রকম পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ । মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাব জানান, নির্বাচনের প্রথম দফায় দেশে সবথেকে বেশি ভোট পড়ার নিরিখে কলকাতা দ্বিতীয় স্থানে আছে ৷ শহুরে ভোটাররা বুথ মুখী করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কমিশনের তরফে ৷ আর তেমনই আরেকটি পদক্ষেপ হল এই ইলেকশন স্পেশাল ট্রাম ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details