দার্জিলিং, 21 নভেম্বর: সমতলে যখন শীত পড়বে কি পড়বে না, এই টানাপোড়েন তখন ঠিক উল্টো ছবি পাহাড়ে ৷ হঠাৎ শুরু তুষারপাত ৷ দেখে মনে হবে যেন কেউ ধূসর চাদরে ঢেকে দিয়েছে পাহাড় ! সাদা তুষারের গুঁড়োয় ছেয়ে গিয়েছে বাড়ির মাথায় ছাউনি থেকে শুরু করে গাছের পাতা এবং রাস্তাঘাট ৷ পর্যটকদের জন্য খুশির খবর! বৃহস্পতিবার, 21 নভেম্বর এই অসময়েই তুষারপাত শুরু হল সান্দাকফুতে ৷ মরশুমের প্রথম এই অপ্রত্যাশিত তুষারপাত সেখানে থাকা পর্যটকদের কাছে বাড়তি পাওনা ৷
দার্জিলিং থেকে প্রায় 61 কিমি দূরে, 11 হাজার 929 ফুট উচ্চতায় অবস্থিত সান্দাকফুতে বৃহস্পতিবার দুপুর থেকে অপ্রত্যাশিত তুষারপাত শুরু হয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর আড়াইটে নাগাদ তুষারপাত শুরু হয় ৷ কিছুক্ষণের মধ্যেই সাদা চাদরে ঢেকে যায় এলাকা ৷ নভেম্বরের শেষ দিকে এমন তুষারপাতের ফলে পর্যটকরা পাহাড়মুখী হবে বলে আশাবাদী পর্যটনমহল ৷ চলতি বছরে 10 জানুয়ারি, 17 জানুয়ারি, 22 ফেব্রুয়ারি, 18 মে ও 19 অক্টোবর তুষারপাত হয়েছে উত্তর সিকিমে ৷