শিলিগুড়ি, 5 সেপ্টেম্বর: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ও অ্যাসিস্ট্যান্ট ডিনের পদত্যাগের পর তদন্ত কমিটি গঠন হতেই হুড়মুড়িয়ে জমা পড়তে শুরু করেছে র্যাগিং ও থ্রেট কালচারের ভুরি ভুরি অভিযোগ । যদিও তদন্ত কমিটি গঠন করা নিয়েও শুরু হয়েছে জটিলতা । অন্যদিকে, শাসকদলের প্রভাবশালী চিকিৎসক নেতা অভীক দে, সোহম মণ্ডল ও সাহিন সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 16টি হস্টেলের প্রত্যেক হস্টেল মনিটর পদত্যাগ করেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।
মূলত থ্রেট কালচার এবং দুর্নীতি নিয়ে বুধবার থেকে উত্তাল হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । মেডিক্যাল কলেজের একাংশ পড়ুয়া-সহ জুনিয়র ডাক্তার, বিভাগীয় অধ্যাপক, হাউস স্টাফরা যোগ দেন থ্রেট কালচার ও দুর্নীতির বিরুদ্ধে ওঠা বিক্ষোভে । অন্যদিকে, বুধবার ওই বিক্ষোভের পরই গঠিত হওয়া তদন্ত কমিটির কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে । পড়ুয়াদের সুত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় শতাধিক অভিযোগ জমা পড়েছে তদন্ত কমিটির কাছে । যদিও অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেন, "এক বান্ডিল অভিযোগ জমা পড়েছে এখনও পর্যন্ত । সংখ্যায় কতটা আছে জানা নেই ।"
তিনি আরও বলেন, "তদন্ত কমিটি কাজ শুরু করে দিয়েছে । বিগত দিনেও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে । গতকাল যে অভিযোগ জমা পড়েছে সেক্ষেত্রে কমিটি গঠন করা হয়েছে । সেখানে বিভিন্ন বিভাগের ডাক্তার, বিভাগীয় প্রধানরা রয়েছেন, তাঁরা কাজ করছেন । সুপার সঞ্জয় মল্লিক কমিটির আহ্বায়ক । থ্রেট কালচার নিয়ে যেমন অভিযোগ জমা পড়েছে, তেমনই পরীক্ষায় নম্বর বাড়ানো কমানো নিয়েও অভিযোগ রয়েছে । কমিটির কাছে ধর্ষণের হুমকি বা শ্লীলতাহানির মতো অভিযোগ এবং খুনের হুমকির মতো অভিযোগও যদি জমা পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা পুলিশের কাছে অভিযোগ জানানো হবে ।"
এদিকে , পাঁচ সদস্যের গঠিত কমিটির মাঝেও শুরু হয় বিতর্ক । মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ঘরে তৈরি হওয়া কমিটিতে সার্জারি বিভাগ থেকে কাউকে না-রাখার অভিযোগ ওঠে । যেখানে সার্জারি বিভাগ থেকেই নম্বর কারচুপির গুরুতর অভিযোগ উঠেছিল । পরে অবশ্য ওই বিভাগ থেকেও এক সদস্যকে নিয়োগ করা হয় কমিটিতে । সবমিলিয়ে পাঁচের জায়গায় ছয় সদস্যের কমিটি গঠিত হল ।
এ বিষয়ে সার্জারি বিভাগের অধ্যাপক শিবশঙ্কর রায় বলেন , "প্রিন্সিপাল স্বীকার করেছেন সেটা ভুল হয়েছে । সার্জারি বিভাগ থেকে একজনকে নিয়োগ করা হবে । কমিটিতে যাঁরা রয়েছেন তাঁদের নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই । কিন্তু সার্জারিকে কেন বাদ দেওয়া হয়েছিল তা জানি না । তা নিয়ে প্রশ্ন করাতেই সার্জারি বিভাগ থেকে একজনকে নিয়োগ করা হবে । তবে আরও তথ্য উঠে আসবে, অপেক্ষা করুন ।"