দুর্গাপুর, 3 ফেব্রুয়ারি: সেচের জন্য কাটা খাল থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ ৷ যা ঘিরে সরস্বতী পুজোর সকালেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাঁকসায়। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ ৷
জানা গিয়েছে, কাঁকসা থানা এলাকার পলাশডাঙায় ডিভিসি'র সেচের জন্য কাটা খালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ পৌঁছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40 বছরের কাছাকাছি। ওই ব্যক্তির পরণে একটি কালো জ্যাকেট এবং কালো প্যান্ট ছিল বলেও জানা গিয়েছে ৷ তবে কী কারণে মৃত্যু এবং এই ব্যক্তি কোথাকার বাসিন্দা, তা নিয়েই ধন্দ্বে পুলিশ ৷ কাঁকসা থানা তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সেচখালের জলে এই ব্যক্তির দেহ ভেসে আসে। ওই ব্যক্তির দেহে কোথাও কোনও আঘাতের চিহ্ন আছে কি না, সেই বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছু জানায়নি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পুর্ব) অভিষেক গুপ্তা বলেন, "সেচখাল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ করে ওই ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা হচ্ছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।"
সরস্বতী পুজোর দিন সেচখালে এভাবে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে, গত কয়েক দিনে ডিভিসি-র এই সেচখালে কোনও ব্যক্তি জলে ডুবেছিলেন কি না।