শিলিগুড়ি, 19 জুন: রাজ্য বিধানসভায় বিজেপির নতুন চিফ হুইপ বা মুখ্য সচেতক হচ্ছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ৷ বুধবার রাতে কলকাতায় শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠকে বসেন বিজেপি বিধায়করা ৷ সেই বৈঠকেই শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে ৷ এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্মতি রয়েছে বলে জানা গিয়েছে ৷
প্রসঙ্গত, এর আগে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ছিলেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা ৷ সম্প্রতি লোকসভা নির্বাচনে জন বারলার পরিবর্তে তাঁকে আলিপুরদুয়ার আসন থেকে বিজেপির প্রার্থী করা হয়েছিল ৷ নির্বাচনে জিতে তিনি এখন সাংসদ ৷ ফলে ওই আসনে উপনির্বাচন হবে ৷ মনোজ টিজ্ঞার পর বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল ৷ বেশ কয়েকবার এনিয়ে বৈঠকেও বসে বিজেপির রাজ্য নেতৃত্ব ৷ শেষে শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে ৷ আজ বুধবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিজেপির তরফে ৷