শিলিগুড়ি, 25 জুন: সক্ষম নয় বাংলার সরকার ! বাংলার অধীনে থাকা 10 নম্বর জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের কাজ করুক কেন্দ্রীয় সংস্থা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এমনটাই দাবি জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ।
বাংলার অবহেলায় 10 নম্বর জাতীয় সড়কের দশা বেহাল, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ সিকিমের মুখ্যমন্ত্রীর (ইটিভি ভারত) সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম) দ্বিতীয়বার সিকিমে সরকার গঠন করেছে ৷ তার পর সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং । সিকিমের উন্নয়ন ও বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন তাঁরা । আর সেই আলোচনার সময়েই বাংলা-সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের কাজ যাতে কেন্দ্রীয় সরকার নিজের হাতে নেয়, সেই দাবি জানিয়েছেন তিনি । আর মুখ্যমন্ত্রীর সেই দাবি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীও ।
উল্লেখ্য, বাংলার দার্জিলিং জেলার করোনেশন সেতু বা বাঘপুল থেকে সিকিমের গ্যাংটক পর্যন্ত মূল 10 নম্বর জাতীয় সড়ক । মোট প্রায় 104 কিলোমিটার ওই জাতীয় সড়কের মধ্যে 47 কিলোমিটার রয়েছে সিকিমের অধীনে । বাকি 57 কিলোমিটার বাংলার অধীনে । 1968 সাল থেকে ওই জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের কাজ করত সিপিডাব্লুডি ।
1980 সালে তা দেখাশোনা শুরু করে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও । কিন্তু প্রায় দশ বছর দেখাশোনার পর তা রাজ্যের পূর্ত দফতরের কাছে দেখভালের জন্য হস্তান্তর করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ । মেরামত ও সংস্কারের টাকা কেন্দ্রীয় সরকার দিলেও প্রকল্পর কাজ করত বাংলার পূর্ত দফতর । 2016 সাল থেকে পূর্ত দফতরকে বিআরও বাংলার অধীনে থাকা 57 কিলোমিটার জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের দায়িত্ব দেয় । কিন্তু সিকিম অংশে দেখভালের দায়িত্ব নিজেদের হাতেই রাখে বিআরও ।
10 নম্বর জাতীয় সড়কের দশা বেহাল (নিজস্ব চিত্র) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বাংলার অধীনে থাকা ওই গুরুত্বপূর্ণ সড়কের মেরামত ও সংস্কারের কাজ বাংলার পূর্ত দফতরের পরিবর্তে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম, বিআরও বা গ্রিফের মতো সংস্থার হাতে দেওয়ার দাবি জানান সিকিমের মুখ্যমন্ত্রী ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং৷ (নিজস্ব চিত্র) অভিযোগ, 2023 সালের হড়পা বান কিংবা সম্প্রতি টানা বৃষ্টির জেরে জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয় । পাশাপাশি তিস্তা নদীর স্রোতেও সড়কের অনেক অংশ জলের নীচে চলে গিয়েছে । এখনও পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়নি । সিকিমগামী যানবাহন গরুবাথান হয়ে লাভা হয়ে সিকিম যাচ্ছে । আর বারবার জাতীয় সড়ক বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সিকিম । এভাবে চললে সিকিমের আর্থ সামাজিক দিক দিয়ে ব্যাপক ক্ষতি হবে বলে প্রধানমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেম সিং তামাং । এছাড়াও হড়পা বান ও টানা বৃষ্টির জেরে সিকিম জুড়ে ধসের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ায় কেন্দ্রের কাছে 3673 কোটি টাকার ক্ষতিপূরণের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী ।
এই বিষয়ে সিকিমের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা তথা মুখপাত্র বিকাশ বাসনেট বলেন, "সিকিমের অধীনে থাকা জাতীয় সড়ক দেখভালের কাজ বিআরও করছে । এদিকে তেমন কোনও অসুবিধা নেই । কিন্তু পশ্চিমবঙ্গের অংশে অসুবিধা রয়েছে । মাঝেমধ্যেই রাস্তা বন্ধ থাকছে । সেই রাজ্যের সরকার সেভাবে সড়কটি মেরামত ও সংস্কার করে উঠতে পারছে না । সেজন্য কেন্দ্রীয় সংস্থা ওই কাজ করুক আমরা চাই । সেজন্য প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের আবেদন করা হয়েছে ।" এই বিষয়ে রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায় বলেন, "বিষয়টি জানা নেই । খোঁজ নিয়ে দেখতে হবে ।"