কলকাতা, 22 নভেম্বর: সাংবাদিক বৈঠক করে পুলিশের নিচু তলার একাংশের সঙ্গে বালি পাথর ও কয়লা খাদানের বেআইনি কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই কড়া অবস্থান নিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই রাজ্যের পুলিশকর্তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে জানান, পুলিশ কর্মীদের কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকাকে বরদাস্ত করা হবে না।
যতদূর জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পরেই তিনি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সেখানে স্পষ্ট ভাষায় পুলিশকে সক্রিয় বার্তা দিয়েছেন তিনি। সুত্রের খবর কোনও ব্যক্তি নয়, সামগ্রিকভাবে পুলিশকে আরও কীভাবে সক্রিয় করা যায়, তারই চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী ৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করার সময় ডিজি'কে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে জানিয়েছিলেন, পুলিশের নিচুতলার একাংশ, যারা সরকারকে ভালোবাসে না ৷ তারা সরকারকে বদনাম করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, নিচুতলার কিছু সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, এমনকী সিআইএসএফের বিরুদ্ধেও। বালিচুরি, কয়লা খাদান, পাথর খাদানের অনৈতিক কাজকর্মের টাকা নিয়ে তারা সমর্থন জানাচ্ছেন বলে অভিযোগ ছিল তাঁর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এই উষ্মা প্রকাশের পর ভার্চুয়াল মাধ্যমে সমস্ত জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন রাজীব কুমার। সেখানে বিভিন্ন পুলিশ কমিশনারেটের কমিশনাররাও উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য কারও পক্ষ থেকেই জানানো হয়নি। নবান্ন সূত্রে খবর, এই বৈঠক থেকেই বালি খাদান, পাথর খাদান, কয়লা খাদান নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। এমনটাও জানা গিয়েছে, এক্ষেত্রে তিনি কড়া বার্তা দিয়েছেন যে, কোনও পুলিশকর্মী কোনও অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। প্রয়োজনে কড়া পদক্ষেপ পর্যন্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে, এমনটাও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ফেক কারেন্সি এবং নাকা চেকিং নিয়ে পুলিশের যে সতর্কতার বার্তা দিয়েছেন সেটাও সমস্ত জেলার পুলিশ সুপারের কাছে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই মতো দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
মোটের উপর এই দিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী যে নির্দেশগুলি সাংবাদিক বৈঠক থেকে দিয়েছিলেন তার নিচু তলার পুলিশ কর্মী পর্যন্ত পৌঁছে দেওয়া হল। এক্ষেত্রে যে কোনওভাবেই কোনও অনৈতিক কাজকর্ম তিনি বরদাস্ত করবেন না তাও স্পষ্ট করেছেন ডিজি ।