পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দুর পদযাত্রার আগে জ্বলছে সন্দেশখালি, পুড়ে ছাই চারটি দোকান - Sandeshkhali Fire - SANDESHKHALI FIRE

Sandeshkhali Fire Incident: পয়লা বৈশাখের বিকেলে সন্দেশখালিতে যাওয়ার কথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ বিজেপি প্রার্থী রেখা পাত্রর হয়ে পদযাত্রা করবেন তিনি ৷ তার আগে এলাকার একটি বাজারে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷

ETV Bharat
সন্দেশখালির বাজারে ভয়াবহ আগুন

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 2:53 PM IST

সন্দেশখালি, 14 এপ্রিল: শুভেন্দু'র সভার আগে ফের তপ্ত সন্দেশখালি ৷ আগুনে পুড়ল বিজেপি ও তৃণমূল কর্মীদের পরপর চারটি দোকান ৷ যার জেরে নববর্ষে নতুন করে উত্তেজনা ছড়াল সন্দেশখালির খুলনা পঞ্চায়েতের হাটগাছা এলাকায় ৷ সূত্রের খবর, আগুনে চারটি দোকানই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ এই ঘটনায় গেরুয়া এবং শাসকশিবির- উভয়ই একে অপরের দিকে আঙুল তুলেছে ৷ যদিও এর নেপথ্যে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

রবিবার বিকেলে বসিরহাটের বিজেপি প্রার্থী প্রতিবাদী মুখ রেখা পাত্রের সমর্থনে সন্দেশখালিতে পদযাত্রা এবং সভা করার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ ঠিক তার আগে এদিন সকালে সন্দেশখালির হাটগাছা এলাকায় বিজেপি ও তৃণমূল কর্মীদের চারটি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা ৷

প্রথমে স্থানীয়রাই এগিয়ে আসেন আগুন নেভাতে শুরু করেন । বালতি দিয়ে জল ঢাললেও বিশেষ কোনও লাভ হয়নি ৷ নিমেষে দোকানঘরগুলি পুড়ে খাক হয়ে যায় ৷ জানা গিয়েছে, ইন্দ্রজিৎ মণ্ডল-সহ দুই বিজেপি কর্মীর দোকানঘর রয়েছে ভাণ্ডারখালি বাজারে ৷ তার পাশেই মনোহারী এবং চায়ের দোকান রয়েছে দুই তৃণমূল কর্মী রণজিৎ মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডলের ৷ সম্পর্কে তাঁরা দুই ভাই ৷

ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে তাঁর দোকানটি বন্ধ ছিল ৷ এর পিছনে কারণ ছিল শাসকদলের স্থানীয় নেতা, কর্মীদের বাধা ৷ সেই বন্ধ দোকানঘরেই আগুন লাগিয়েছে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা ৷ এদিকে পালটা বিশ্বজিৎ মণ্ডলের পরিবারও দোকানঘরে আগুন লাগানোর পিছনে গেরুয়া শিবিরকে দায়ী করেছে ৷ ফলে, ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে সন্দেশখালিতে ।

এই বিষয়ে তৃণমূলের হাটগাছা অঞ্চল সভাপতি সত্যজ‍্যোতি সান্যাল বলেন, "রণজিৎ, বাপ্পাদিত্য এবং বিশ্বজিৎ মণ্ডলরা প্রত্যেকেই তৃণমূলের সক্রিয় কর্মী ৷ লোকসভা ভোটে তাঁরা হাটগাছা অঞ্চলে দায়িত্ব নিয়ে সংগঠনের কাজ করছিলেন ৷ তা দেখে ভীতসন্ত্রস্ত হয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এঁদের দোকান আগুন লাগিয়ে দিয়েছে ৷" এদিকে সর্বস্বান্ত হয়ে প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তৃণমূল কর্মী বিশ্বজিৎ মণ্ডল ৷

আরও পড়ুন

  1. সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে জমি দখল! অভিযোগ জানাতে ই-মেল আইডি সিবিআইয়ের
  2. 'সিবিআই তদন্ত করলে ভালো হবে', সন্দেশখালি ইস্যুতে মন্তব্য শাহজাহানের
  3. 'শাহজাহানকে আমরাই গ্রেফতার করেছি', সন্দেশখালি ক্ষতে প্রলেপ লাগিয়ে মোদিকে নিশানা মমতার

ABOUT THE AUTHOR

...view details