সন্দেশখালি, 14 এপ্রিল: শুভেন্দু'র সভার আগে ফের তপ্ত সন্দেশখালি ৷ আগুনে পুড়ল বিজেপি ও তৃণমূল কর্মীদের পরপর চারটি দোকান ৷ যার জেরে নববর্ষে নতুন করে উত্তেজনা ছড়াল সন্দেশখালির খুলনা পঞ্চায়েতের হাটগাছা এলাকায় ৷ সূত্রের খবর, আগুনে চারটি দোকানই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ এই ঘটনায় গেরুয়া এবং শাসকশিবির- উভয়ই একে অপরের দিকে আঙুল তুলেছে ৷ যদিও এর নেপথ্যে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷
রবিবার বিকেলে বসিরহাটের বিজেপি প্রার্থী প্রতিবাদী মুখ রেখা পাত্রের সমর্থনে সন্দেশখালিতে পদযাত্রা এবং সভা করার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ ঠিক তার আগে এদিন সকালে সন্দেশখালির হাটগাছা এলাকায় বিজেপি ও তৃণমূল কর্মীদের চারটি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা ৷
প্রথমে স্থানীয়রাই এগিয়ে আসেন আগুন নেভাতে শুরু করেন । বালতি দিয়ে জল ঢাললেও বিশেষ কোনও লাভ হয়নি ৷ নিমেষে দোকানঘরগুলি পুড়ে খাক হয়ে যায় ৷ জানা গিয়েছে, ইন্দ্রজিৎ মণ্ডল-সহ দুই বিজেপি কর্মীর দোকানঘর রয়েছে ভাণ্ডারখালি বাজারে ৷ তার পাশেই মনোহারী এবং চায়ের দোকান রয়েছে দুই তৃণমূল কর্মী রণজিৎ মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডলের ৷ সম্পর্কে তাঁরা দুই ভাই ৷