পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

7 কোটি টাকার খারাপ জিনিস গছিয়ে জাহাজ নিয়ে পালানোর চেষ্টা, রাতেই বসল হাইকোর্ট - Calcutta High Court

Calcutta High Court: 7 কোটি টাকার খারাপ নিউজপ্রিন্ট দিয়ে জাহাজ নিয়ে পালানোর চেষ্টা রুখতে রাতেই বসল কলকাতা হাইকোর্ট ৷ জাহাজটি আটকানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ আগামী 12 অগস্ট মামলার পরবর্তী শুনানি ৷

ETV BHARAT
রাতেই বসল হাইকোর্ট (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 2:17 PM IST

কলকাতা, 5 অগস্ট:কলকাতার এক সংস্থাকে খারাপ নিউজ প্রিন্ট পেপার গছিয়ে জাহাজ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা ! সেই জাহাজ আটকাতে তড়িঘড়ি রবিবার রাতেই বসল কলকাতা হাইকোর্ট । মামলার গুরুত্ব বুঝে রাতেই শুনানি করলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় । তিনি নির্দেশ দিলেন, যদি 12 অগস্টের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে 7 কোটি টাকা জমা রাখা হয়, তবেই এই রাজ্য ছাড়তে পারবে জাহাজটি ।

এক সংস্থার বিরুদ্ধে খারাপ নিউজ প্রিন্ট পেপার দেওয়ার অভিযোগ ওঠে । যার বাজারমূল্য সাড়ে 7 কোটি টাকা । তাতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় । কলকাতার সংস্থাকে খারাপ জিনিস দিয়ে জাহাজে করে পালিয়ে যাওয়ার চেষ্টা রুখতে রাতেই দ্রুত শুনানি করে জাহাজটিকে 'অ্যারেস্ট' করতে নির্দেশ দেয় হাইকোর্ট ।

হাইকোর্ট সুত্রে জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার বন্দর থেকে কলকাতার একটি সংস্থার জন্য প্রায় আট হাজার মেট্রিকটন নিউজ প্রিন্ট পেপার পাল্প আনা হয়েছিল । কাগজ সরবরাহের দায়িত্বে ছিল সিঙ্গাপুরের একটি সংস্থা । গত 25 জুলাই জাহাজটি হলদিয়া বন্দরে ঢোকার পরে দেখা যায়, 1312 মেট্রিকটন পেপার পাল্প নষ্ট হয়ে গিয়েছে । কলকাতার সংস্থা ক্ষতিপুরণ বাবদ 7 কোটি 48 লক্ষ টাকা দাবি করে সরবরাহকারী সংস্থার কাছে । কিন্তু ক্ষতিপূরণ কে দেবে - সরবরাহকারী সংস্থা নাকি জাহাজ কোম্পানি ? এই নিয়ে টানাপোড়েন চলতে থাকে । ইতিমধ্যে কলকাতার সংস্থা জানতে পারে, জাহাজটি সোমবার ভোরে ছেড়ে যাবে । তারপরই তড়িঘড়ি তারা গতকাল রাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ।

বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রাত ন'টা নাগাদ শুনানি শেষ করে নির্দেশ দেন ওই জাহাজটিকে আটকে রাখতে হবে । আজ ভোরে সেটা যাতে কোনও ভাবেই বন্দর ছাড়তে না-পারে । এই নির্দেশ রবিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে সেই অনুযায়ী পদক্ষেপের নির্দেশ দেয় আদালত । এই মামলার পরবর্তী শুনানি হবে 12 অগস্ট ৷

ABOUT THE AUTHOR

...view details