ETV Bharat / state

দু'বছর ধরে বাংলাদেশী যুবককে ছেলে পরিচয়ে আশ্রয় ! গ্রেফতার 2 - BANGLADESHI INFILTRATOR ARRESTED

বাংলাদেশীকে ছেলের পরিচয় ! দু'বছর পর পুলিশের জালে নকল বাবা ও ছেলে ৷ বাজেয়াপ্ত জাল ভারতীয় নথি ৷

Bangladeshi Arrest from Bagda
ধৃতদের নিয়ে যাচ্ছে পুলিশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 10:31 PM IST

বাগদা, 30 ডিসেম্বর: বাংলাদেশের মেহবুব হাসান রাসেল । অবৈধভাবে ভারতে এসে পরিচয় বদলে হয়ে যায় রাহুল মণ্ডল । ভারতীয় এক ব্যক্তিকে বাবা সাজিয়ে বানিয়ে ফেলেছিল গুরুত্বপূর্ণ নথি । দুই বছর পর বাংলাদেশী ওই যুবককে গ্রেফতার করল উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ । সোমবার সকালে তাকে বাগদার কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর থেকে গ্রেফতার করে পুলিশ । বাংলাদেশী যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মাসুদ মণ্ডলকেও গ্রেফতার করেছে পুলিশ । ধৃত দু'জনকে সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ ।

জানা গিয়েছে, সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে বাংলাদেশি এক যুবক দুর্গাপুরে পরিচয় গোপন করে রয়েছে । সেই মতো সোমবার সকালে বাগদা থানার পুলিশ দুর্গাপুরের মাসুদ মণ্ডলের বাড়িতে হানা দেয় । প্রথমে পুলিশের কাছে রাহুলকে নিজের ছেলে বলে পরিচয় দেয় মাসুদ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথায় অসঙ্গতি মেলায় দু'জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে রাহুল বাংলাদেশের যশোরের বাসিন্দা । সেখানে তার নাম ছিল মেহবুব হাসান রাসেল । দুই বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে । আশ্রয় নেয় মাসুদের বাড়িতে । সেখানে রাসেল নিজের নাম পরিবর্তন করে হয়ে যায় রাহুল মণ্ডল । শুধু তাই নয়, বাড়ির মালিক মাসুদকে বাবা সাজিয়ে রাহুল মণ্ডল নামে ভারতীয় ভোটার, আধার, রেশন ও প্যান কার্ড তৈরি করেছিল সে ।

বিষয়টি জানতে পেরেই তাকে গ্রেফতার করে পুলিশ । বাংলাদেশী যুবককে বাড়িতে আশ্রয় দেওয়া এবং ছেলে হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড ।

নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চায়, ধৃত বাংলাদেশী যুবক কী উদ্দেশ্যে ভারতে এসেছিল ? কেনই বা নিজের নাম পরিবর্তন করল ? এতদিন ভারতে সে কী করছিল ? পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে, বাংলাদেশী এই যুবককে নিজের ছেলের পরিচয় বাড়িতে কেন আশ্রয় দিয়েছিলেন মাসুদ ।

বাগদা, 30 ডিসেম্বর: বাংলাদেশের মেহবুব হাসান রাসেল । অবৈধভাবে ভারতে এসে পরিচয় বদলে হয়ে যায় রাহুল মণ্ডল । ভারতীয় এক ব্যক্তিকে বাবা সাজিয়ে বানিয়ে ফেলেছিল গুরুত্বপূর্ণ নথি । দুই বছর পর বাংলাদেশী ওই যুবককে গ্রেফতার করল উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ । সোমবার সকালে তাকে বাগদার কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর থেকে গ্রেফতার করে পুলিশ । বাংলাদেশী যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মাসুদ মণ্ডলকেও গ্রেফতার করেছে পুলিশ । ধৃত দু'জনকে সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ ।

জানা গিয়েছে, সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে বাংলাদেশি এক যুবক দুর্গাপুরে পরিচয় গোপন করে রয়েছে । সেই মতো সোমবার সকালে বাগদা থানার পুলিশ দুর্গাপুরের মাসুদ মণ্ডলের বাড়িতে হানা দেয় । প্রথমে পুলিশের কাছে রাহুলকে নিজের ছেলে বলে পরিচয় দেয় মাসুদ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথায় অসঙ্গতি মেলায় দু'জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে রাহুল বাংলাদেশের যশোরের বাসিন্দা । সেখানে তার নাম ছিল মেহবুব হাসান রাসেল । দুই বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে । আশ্রয় নেয় মাসুদের বাড়িতে । সেখানে রাসেল নিজের নাম পরিবর্তন করে হয়ে যায় রাহুল মণ্ডল । শুধু তাই নয়, বাড়ির মালিক মাসুদকে বাবা সাজিয়ে রাহুল মণ্ডল নামে ভারতীয় ভোটার, আধার, রেশন ও প্যান কার্ড তৈরি করেছিল সে ।

বিষয়টি জানতে পেরেই তাকে গ্রেফতার করে পুলিশ । বাংলাদেশী যুবককে বাড়িতে আশ্রয় দেওয়া এবং ছেলে হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড ।

নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চায়, ধৃত বাংলাদেশী যুবক কী উদ্দেশ্যে ভারতে এসেছিল ? কেনই বা নিজের নাম পরিবর্তন করল ? এতদিন ভারতে সে কী করছিল ? পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে, বাংলাদেশী এই যুবককে নিজের ছেলের পরিচয় বাড়িতে কেন আশ্রয় দিয়েছিলেন মাসুদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.