কলকাতা, 14 জুন: শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার বিধায়কদের কোটি টাকা মূল্যের গাড়ি উপহার দেওয়ার অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সম্প্রতি ইডি'র বিশেষ আদালতে শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে । জানা গিয়েছে, সংশ্লিষ্ট চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ আনা হয়েছে, এলাকার বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে সুসম্পর্ক বজায় এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য মাঝেমধ্যেই বিধায়কদের গাড়ি উপহার দিতেন শেখ শাহজাহান। তবে সেই চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ নেই যে, ওই সকল প্রভাবশালী বিধায়করা কারা ৷ তাঁদের পরিচয় সম্পর্কে নীরব থেকেছে ইডি ৷
যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই গাড়িগুলি একটাও শেখ শাহজাহানের টাকায় কেনা নয় । গাড়ি সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, বিএন ঘোষ নামে এক ব্যক্তির নামে কেনা হয়েছিল এই গাড়িগুলি । কিন্তু এই বিএন ঘোষ কে, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি বলেই দাবি ইডির ৷ এলাকায় একাধিক বিধায়কের সঙ্গে সম্পর্ক গড়ে নিজের সাম্রাজ্য ধীরে ধীরে গড়েছিলেন শেখ শাহজাহান।
এরপরেই এলাকার সাধারণ মানুষের ধানের জমিতে নোনা জল ঢুকিয়ে প্রথমে সেই চাষের জমি নষ্ট করা হত । পরে সেই জমি দখল নিয়ে মাছের ভেরি করতেন শেখ শাহজাহানের অনুগামীরা । এমনটাই দাবি ইডির ৷ এমনকী এও অভিযোগ, এই বিষয়ের প্রতিবাদ করলে কিংবা অভিযোগ দায়ের করলেও কোনও সুরাহা মিলত না । আর এইভাবেই শেখ শাহজাহান দিনের পর দিন ওই এলাকায় সন্ত্রাসের একচ্ছত্র অধিপতি হিসাবে নিজেকে মেলে ধরেছিলেন বলেও দাবি করা হয়েছে ।
দীর্ঘ টালবাহানা এবং নাটকের পর শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে সিবিআই । এর আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা কয়লা পাচারের অভিযোগ এনেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ঘুরপথে কয়লা উত্তর 24 পরগনায় নিয়ে আসতেন শেখ শাহজাহান ৷ পরে সেইগুলি একাধিক প্রভাবশালীদের ইটভাটায় বিক্রি করা হত । এছাড়াও উত্তর 24 পরগনার একাধিক ইটভাটার মালিকদের থেকে তোলা আদায়ও করতেন শেখ শাহজাহানের অনুগামীরা । ইতিমধ্যেই তদন্তে নেমে ইডির তদন্তকারী আধিকারিকরা এমন পাঁচ জন ইটভাটার মালিকের সন্ধান পেয়েছেন বলে জানা গিয়েছে । তাঁদের সঙ্গে এই বিষয়ে কথাও বলতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।