পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালির ভিডিয়ো ভাইরাল! মুখ খুললেন শেখ শাহজাহান - Sandeshkhali Viral Video - SANDESHKHALI VIRAL VIDEO

Sheikh Shahjahan on Sandeshkhali Viral Video: সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে এবার মুখ খুললেন শেখ শাহজাহান ৷ যে ঘটনার জন্য তাঁকে জেলে যেতে হয়েছে, সেই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি ৷

Sandeshkhali Viral Video
শেখ শাহজাহান (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 4:25 PM IST

মুখ খুললেন শেখ শাহজাহান (ইটিভি ভারত)

বসিরহাট , 7 মে: লোকসভা নির্বাচনের আবহে পালে এখনও হাওয়া দিয়ে চলেছে সন্দেশখালি ৷ মহিলা নির্যাতনের ঘটনা থেকে শেখ শাহজাহানের গ্রেফতার, নানা নাটকীয় মোড়ের সাক্ষী থেকেছে রাজ্যবাসী ৷ সেই ঘটনা নিয়ে এবার মুখ খুলল সন্দেশখালির একদা 'ত্রাস' শেখ শাহজাহান ৷

সম্প্রতি, বিজেপি নেতার ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি ৷ 'সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো'- বিজেপি নেতার এমন মন্তব্য করা ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উত্তাল রাজ্য ৷ সেই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিল শেখ শাহজাহান ৷ এই প্রসঙ্গে তার বক্তব্য, "ওটা ফেক ভিডিয়ো নয়, অরিজিনাল।" এদিন সন্দেশখালির 'বেতাজ বাদশা'কে বসিরহাট মহকুমা আদালতে মেয়াদ শেষে জেল থেকে প্রিজম ভ্যান করে কোর্ট লকআপে নিয়ে যাওয়ার সময় এমন মন্তব্য করে শাহজাহান ৷

শাহজাহানের পাশাপাশি এদিন কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় শেখ আলমগীর, শিবু প্রসাদ হাজরা-সহ বেশ কয়েক জনকে ৷ প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনা নিয়ে শনিবার অর্থাৎ 5 মে একটি ভিডিয়ো ক্লিপিং প্রকাশ‍্যে এসেছে ৷ যেখানে উঠে আসে সন্দেশখালি 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের কিছু কথোপকথন (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ! ভাইরাল ভিডিয়োর এক জায়গায় তাঁকে বলতে শোনা যায়, ধর্ষণের ঘটনা না হওয়া সত্ত্বেও কীভাবে তা সাজিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছে মহিলাদের নিয়ে। তা না করা হলে সন্দেশখালির ঘটনা যে দানা বাঁধবে না এবং সাফল্য আসবে না, সে কথাও নির্দ্বিধায় বলতে শোনা গিয়েছে ওই বিজেপি নেতাকে।

পদ্ম শিবিরের নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, শেখ শাহজাহান, শিবু হাজরাদের গ্রেফতার না করা হলে সন্দেশখালিতে টিকতে পারবেন না গ্রামের মহিলারা। সেই কারণেই তাঁদের গ্রেফতার করতে হলে ধর্ষণের অভিযোগ আনতে হবে। মহিলারাও সেই কথা মেনে নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে ভাইরাল ভিডিয়োতে। এই ভিডিয়ো সামনে আসার পরেই আসরে নামে শাসক শিবির ৷ সাংবাদিক সম্মেলন করে, নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বিজেপিকে একযোগে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details