বসিরহাট, 3 জুন:সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার একটি মামলায় অবশেষে জামিন হল তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের। সোমবার বসিরহাট মহকুমা আদালতে তার হয়ে জামিনের আবেদন করেন শাহজাহানের আইনজীবী। সেই জামিনের আবেদন মঞ্জুর করেছে বসিরহাট আদালত। সূত্রের খবর,গত 5 জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ইডির পাশাপাশি পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল শাহজাহানের বিরুদ্ধে। পুলিশের এফআইআর করা 8 নম্বর মামলায় এদিন জামিন হল শেখ শাহজাহানের।
সূত্রের খবর, সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে যে ধারা যুক্ত হয়েছে,তার মধ্যে রয়েছে 392 এবং 395। ওই দু’টি ধারাতেই ডাকাতির মতো অপরাধের উল্লেখ করা রয়েছে। এছাড়া,শাহজাহানের বিরুদ্ধে রয়েছে ভারতীয় দণ্ডবিধির 307 নম্বর ধারা। খুনের চেষ্টার মতো অপরাধে যুক্ত থাকলে এই ধারায় মামলা হয়। এই বিষয়ে শাহজাহানের আইনজীবী রাজা ভৌমিক বলেন,"পুলিশ যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল তার একটি কেসে জামিন মিলেছে।এবার একে একে বাকি মামলাগুলিতেও জামিনের আবেদন করা হবে।"