পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শেখ শাহজাহানের জামিন মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে - Sheikh Shahjahan Bail Plea

Sheikh Shahjahan Bail Plea: কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান ৷ তাঁর আইনজীবী সোমবার জানান যে ওই মামলায় নিজেদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে সময় চাই ৷ সেই কারণে শুনানি পিছিয়ে দেয় হাইকোর্ট ৷ আগামিকাল মঙ্গলবার শুনানি ৷

Calcutta High Court
Calcutta High Court

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 12:15 PM IST

কলকাতা, 11 মার্চ: শেখ শাহজাহানের জামিন সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল । সোমবার শাহজাহানের আইনজীবী হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে কলকাতা হাইকোর্টের কাছে সময় চান । সেই কারণে শুনানি পিছিয়ে দেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ ৷ আগামিকাল মঙ্গলবার এই মামলার শুনানি হবে ৷

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশে গত 29 ফেব্রুয়ারি ভোররাতে শাহজাহানকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ । সেদিনই সকালে হাইকোর্টে এসে তাঁর আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন ।

প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করেছিলেন । সোমবার সেই মামলার শুনানি ছিল ৷ সেখানেই শাহজাহানের আইনজীবী হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে সময় চান ৷ সেই সময় মঞ্জুর করা হয় হাইকোর্টের তরফে ৷

দীর্ঘ 56 দিন পলাতক থাকার পর অবশেষে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করে । গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডি শাহজাহানের সন্দেশখালির বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় । আধিকারিকদের হেনস্তা, গাড়ি ভাঙচুর এবং নথিপত্র ও মোবাইল-সহ একাধিক জিনিস লুঠ করার অভিযোগ ওঠে ৷

এই ঘটনায় উত্তর 24 পরগনার ন্যাজাট থানা ও বনগাঁ থানা মিলিয়ে মোট তিনটি এফআইআর দায়ের হয় । যদিও রাজ্য পুলিশ স্বতন্ত্র অভিযোগ দায়ের করে তাঁকে গ্রেফতার করে । এই নিয়ে শাহজাহানের গ্রেফতারির পর দড়ি টানাটানি শুরু হয়।অবশেষে হাইকোর্টের নির্দেশে গত সপ্তাহে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে রাজ্য পুলিশ ।

এর আগে নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন শাহজাহান । তা খারিজ হয়ে গিয়েছে । তারপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির বেতাজ বাদশা বলে পরিচিত শাহজাহান ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় সিবিআইকে সাক্ষীদের নিরাপত্তা দিতে বলল হাইকোর্ট
  2. 4 দিনের সিবিআই হেফাজতে শেখ শাহজাহান, বন্ধ-দরজার আড়ালে হল শুনানি
  3. হামলার দিনে ছিলেন শাহজাহানের বাড়িতে, 8 সাগরেদকে নোটিশ সিবিআইয়ের

ABOUT THE AUTHOR

...view details