পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিয়ালদা ডিভিশনে সোমবার পর্যন্ত বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন - trains cancel in sealdah section

Trains Cancelation: সোমবার পর্যন্ত শিয়ালদা ডিভিশনে বাতিল একাধিক লোকাল, এক্সপ্রেস টেন ৷ নীচের প্রতিবেদনে জেনে নিন সেই সমস্ত ট্রেনের তালিকা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 10:11 AM IST

কলকাতা, 1 মার্চ:পূর্ব রেল শিয়ালদা শাখায় বাতিল হয়েছে একাধিক ট্রেন ৷ বৃহস্পতিবার পূর্ব রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে ৷ যাত্রীদের পরিষেবার উন্নতিতে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে ৷ তাই যাত্রী হয়রানি এড়াতে এই সিদ্ধান্ত পূর্ব রেলের ৷

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 1 থেকে 4 মার্চ পর্যন্ত শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে ৷ ফলে এই ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ এছড়াও বেশকিছু ট্রেনের সময়সূচির পরিবর্তন হয়েছ ৷ যাত্রী সুবিধার্থে আংশিক বাতিল করা হয়েছে পরিষেবা ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে যাতে নিত্য যাত্রীদের কোনও সমস্যা পড়তে না-হয়, তাই তালিকা দেখে তারা যেন আগাম সেই মত ব্যবস্থা নেন ৷

শনিবার অর্থাৎ 2 মার্চ বাতিল হওয়া ইমু লোকাল ট্রেনের তালিকা:

  • শিয়ালদা-রানাঘাট (আপ 31601/ডাউন - 31602)
  • শিয়ালদা - হাবড়া (আপ - 33651, 33653, 33655, 33657,33659,30331/ ডাউন 33652, 33654, 33656,33658, 33660,3364)
  • শিয়ালদা – হাসনাবাদ (আপ - 33513, 33527, 33531/ডাউন - 33534, 33320)
  • শিয়ালদা –ডানকুনি (আপ - 32211, 32215, 32217, 32219, 32223 আরও অনেক)
  • শিয়ালদা - মধ্যমগ্রাম (আপ - 33421, / ডাউন - 33422)
  • শিয়ালদা - দমদম ক্যান্টনমেন্ট (আপ - 33411/ DN - 33412)
  • শিয়ালদা - বারাসত (আপ - 33433, 33435, 33439 33447/ ডাউন -33436, 33402)
  • শিয়ালদা - গোবরডাঙ্গা (আপ - 33681, 33271, 33685/ডাউন - 33682, 33686, 33382)
  • শিয়ালদা - দত্তপুকুর (আপ - 33357, 33613, 33615, 33617, 33619, 33621, 33623/ ডাউন - 33612, 33616, 33618, 33620, 33620, 3332, 4332, 3332 628, 33630)
  • শিয়ালদা- ব্যারাকপুর (আপ - 31213, 31215, 31217, 31219, 31221, 31223, আরও অনেক)
  • শিয়ালদা – নৈহাটি ( আপ - 31411, 31413, 31431, 31415, 31051, 31417, আরও অনেক)
  • শিয়ালদা - বর্ধমান (আপ - 31151/ডাউন- 31152)
  • শিয়ালদা – কাটোয়া (আপ- 31111/ডাউন - 31112)
  • শিয়ালদা - বজবজ (আপ - 34117, 34157/ ডাউন - 34150)
  • শিয়ালদা – ঠাকুরনগর (আপ - 33895/ ডাউন - 33896)
  • শিয়ালদা - বনগাঁ (আপ - 33843/ডাউন - 33854)
  • বারাসাত – হাসনাবাদ (আপ- 33311)
  • দমদম জংশন - ব্যারাকপুর (আপ 33231)
  • হাসনাবাদ - দমদম জংশন (ডাউন-33282)

2 মার্চ অর্থাৎ রবিবার বাতিল হওয়া মেল ও এক্সপ্রেস ট্রেনের তালিকা

  • শিয়ালদা - আসানসোল - শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস (12383/12384)
  • শিয়ালদা – সিউরি- শিয়ালদা মেমু এক্সপ্রেস (13179/13180)
  • শিয়ালদা – জঙ্গিপুর রোড – শিয়ালদা এক্সপ্রেস (13177/13178)

3 মার্চ অর্থাৎ রবিবার যে সমস্ত ইমু/লোকাল বাতিল করা হয়েছে:

  • শিয়ালদা- রানাঘাট (আপ- 31611, 31617, 31623/ডাউন - 31612, 31622, 31628)
  • শিয়ালদা- হাবরা (আপ- 33651, 33653, 33655, 33659 / ডাউন - 33652, 33654, 33656, 33660)
  • শিয়ালদা - হাসনাবাদ (আপ 33527, 33531 / ডাউন - 33534, 33320)
  • শিয়ালদা - ডানকুনি (আপ 32211, 32215, 32217, 32219, 32223, আরও অনেক)
  • শিয়ালদা - গোবরডাঙ্গা (আপ 33681, 33271, 33685 / ডাউন - 33682, 33686, 33382)
  • শিয়ালদা – দত্তপুকুর (আপ 33357, 33613, 33617, 33619, 33621, 22623 / ডাউন - 33612, 33616, 33618, 33622, 33624, 33624, 330)
  • শিয়ালদা -ব্যারাকপুর (আপ - 31213, 31215, 31221, 31227, 31229, 30113, 31233, 31261, 31239, 30111/ ডাউন -31214, 6212, 6213, 213, 3123 242, 31232, 31236, 31238, 31240)
  • শিয়ালদা – নৈহাটি (আপ - 31431, 31415, 31051, 31417, 31419, আরও অনেক)
  • শিয়ালদা - বর্ধমান (আপ - 31151/ ডাউন - 31152)
  • শিয়ালদা – কাটোয়া (আপ 31111/ ডাউন - 31112)

শিয়ালদা-সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেস (13179/13180) আগামী 3 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details