পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জের, মঙ্গলেও বাতিল একগুচ্ছ ট্রেন - Kanchanjungha Express Accident

Train Cancellation: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাস্থলে আপ লাইনের পর ডাউন লাইনেও রেল পরিষেবা চালু হয়েছে ৷ এরই মাঝে মঙ্গলবার একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ একনজরে দেখে নিন ট্রেন বাতিলের তালিকা ৷

Train Cancellation
শিলিগুড়ি রুটে ট্রেন বাতিল (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 4:31 PM IST

কলকাতা, 18 জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জের ৷ সোমবারের পর মঙ্গলবার বাতিল করা হল একাধিক ট্রেন । পাশাপাশি আরও একাধিক ট্রেনের যাতায়াতের রুট পরিবর্তন করা হয়েছে ৷ ট্রেনগুলি ঘটনাস্থল রাঙাপানির উপর দিয়ে না গিয়ে ঘুরপথে যাতায়াত করবে । বেশ কিছু ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে ৷ এমনটাই আজ জানানো হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে । তবে রাত পর্যন্ত আরও বেশ কিছু ট্রেনের সময়সূচির পরিবর্তন ঘটতে পারে ৷ কারণ, অনেক ক্ষেত্রেই লিংক ট্রেনে বিলম্ব হচ্ছে ।

বাতিল ট্রেনের তালিকা:

  • 15719 কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
  • 15720 শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস
  • 12042 নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
  • 12041 হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
  • 15724 শিলিগুড়ি টাউন-যোগবানি ইন্টারসিটি এক্সপ্রেস
  • 15723 যোগবানি-শিলিগুড়ি টাউন ইন্টারসিটি এক্সপ্রেস

যেই ট্রেনগুলির সময় পরিবর্তন করা হয়েছে:

  • 12523 নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস

যেই ট্রেনগুলি আলুয়াবাড়ি-শিলিগুড়ি-নিউ জলপাইগুড়ি রুট দিয়ে যাবে:

  • 20504 নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
  • 13176 শিলচর-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • 12523 নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস
  • 13281 ডিব্রুগড়-রাজেন্দ্রনগর টার্মিনাল এক্সপ্রেস

উল্লেখ্য, সোমবার শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের চটেরহাট ও রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছেন এসে ধাক্কা মেরে একটি মালগাড়ি ৷ ঘটনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাগেজ ভ্যান ও জেনারেল বগিতে ঢুকে যায় মালগাড়িটি । মঙ্গলবার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 । দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ ৷ এ দিন দুপুরে শিলিগুড়ির এডিআরএম অফিসে সমস্ত রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details