কলকাতা, 21 জুলাই: তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়লেন বহু তৃণমূল কর্মী। প্রগ্রেসিভ ডাক্তার অ্যাসোসিয়েশনের তরফে 18 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত কলকাতা ও হাওড়া মিলিয়ে মোট 11টি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রায় সাত হাজার জনের চিকিৎসা করা হয়েছে বলে জানা গিয়েছে।
তৃণমূল সূত্রে খবর, যাদের চিকিৎসা হয়েছে তার মধ্যে প্রায় 10 জনকে আশঙ্কাজনক অবস্থায় পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রগ্রেসিভ ডক্টরস আ্যসোসিয়েশনের তরফে শিয়ালদা এবং হাওড়া স্টেশনের বাইরে মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও ধর্মতলা চত্বরে একাধিক মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। এমনকী এদিন মিছিল যে সব রাস্তা দিয়ে এসেছিল সেখানেও ছিল মেডিক্যাল ক্যাম্প। মোট 11টি ক্যাম্পে হাজির ছিলেন 300 চিকিৎসক ৷ ছিলেন ফার্মাসিস্ট, নার্স এবং টেকনিসিয়ানরাও ৷