কাকদ্বীপ, 21 সেপ্টেম্বর:মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে উল্টে গেল ট্রলার ৷ নিখোঁজ 9 মৎস্যজীবী। শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের বাঘের চর এলাকা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়েন ওই মৎস্যজীবীরা ৷ ট্রলারটির নাম এফবি বাবা গোবিন্দ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে প্রায় 17 জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল বাবা গোবিন্দ নামের ট্রলারটি। আর শুক্রবার আবহাওয়ার ফেরেই এমন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ট্রলারটি।
গতকালের ঘটনায় কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, "গতকাল গভীর রাতে আচমকাই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে উল্টে যায় ট্রলারটি। আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পেয়ে 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। এখনও 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ট্রলারের ভিতরে আটকে পড়েছেন। ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করা হয়েছে। কিন্তু চারিদিকে জাল ও সমুদ্র উত্তাল থাকায় তার ভিতরে তল্লাশি চালানো যায়নি। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে ৷"