পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গোপসাগরে ফের ডুবল ট্রলার! নিখোঁজ 9 মৎস্যজীবী - Fishermen Missing - FISHERMEN MISSING

Fishing Trawler Capsized: চারিদিকে জাল ও সমুদ্র উত্তাল থাকায় ট্রলারের ভিতরে তল্লাশি চালানো সেই মুহূর্তে সম্ভব হয়নি ৷ তবে নিখোঁজ 9 জন মৎস্যজীবীর খোঁজে এখনও তল্লাশি চলছে ৷ উল্টে যাওয়া ট্রলারটিকে উপকূলের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ৷

Fishing Trawler Capsized
বঙ্গোপসাগরে ফের ডুবল ট্রলার (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 3:33 PM IST

কাকদ্বীপ, 21 সেপ্টেম্বর:মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে উল্টে গেল ট্রলার ৷ নিখোঁজ 9 মৎস্যজীবী। শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের বাঘের চর এলাকা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়েন ওই মৎস্যজীবীরা ৷ ট্রলারটির নাম এফবি বাবা গোবিন্দ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে প্রায় 17 জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল বাবা গোবিন্দ নামের ট্রলারটি। আর শুক্রবার আবহাওয়ার ফেরেই এমন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ট্রলারটি।

গতকালের ঘটনায় কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, "গতকাল গভীর রাতে আচমকাই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে উল্টে যায় ট্রলারটি। আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পেয়ে 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। এখনও 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ট্রলারের ভিতরে আটকে পড়েছেন। ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করা হয়েছে। কিন্তু চারিদিকে জাল ও সমুদ্র উত্তাল থাকায় তার ভিতরে তল্লাশি চালানো যায়নি। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে ৷"

বঙ্গোপসাগরে ফের ডুবল ট্রলার (ইটিভি ভারত)

কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এক নিখোঁজ মৎস্যজীবীর মা প্রতিমা দাস বলেন, "ভোররাতে খবর পাই ট্রলার উল্টে গিয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ আমার ছেলেকে উদ্ধার করে দিন। 8 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা গেলেও এখনও পর্যন্ত 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছে।" এদিকে, যেহেতু ট্রলারে জাল থাকার কারণে মৎস্যজীবীদের উদ্ধার করতে সমস্যার সম্মুখীন হচ্ছে, তাই উদ্বেগ বেড়েছে প্রশাসনের অন্দরেও। নিঁখোজ মৎসজীবীদের খোঁজে তল্লাশি চলছে সমুদ্রে।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে, নিম্নচাপের জেরে বাংলাদেশি মৎস্যজীবী-সহ একটি ট্রলার ভারতীয় জল সীমানার কাছে উল্টে গিয়েছিল ৷ ভারতীয় মৎস্যজীবী ট্রলার বাংলাদেশি বেশ কয়েকজন মৎস্যজীবীদেরকে সমুদ্রে ভাসতে দেখেন। এরপর ভারতীয় মৎস্যজীবীদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়।

ABOUT THE AUTHOR

...view details