পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রথমে সাইকেল, পরে গাছে ধাক্কা ! তমলুকে পথ দুর্ঘটনায় মৃত 4

চারচাকা গাড়িটি প্রথমে তিনজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পরে পাশে থাকা গাছের সঙ্গে সংঘর্ষ হয় ৷ এর জেরে মৃত্যু হল 4 জনের, আহত একাধিক ৷

ROAD ACCIDENT IN TAMLUK
দুর্ঘটনাস্থলে অ্য়াম্বুলেন্স (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2024, 1:42 PM IST

তমলুক, 27 অক্টোবর: রাত তখন সাড়ে এগারোটা প্রায় ৷ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-মেচেদা জাতীয় সড়কে বিকট আওয়াজ ৷ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল 4 জনের, আহত একাধিক ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ ৷

এলাকাটি তমলুক থানার ভাণ্ডারবেড়িয়ায়। শনিবার রাতে মেচেদা থেকে একটি চারচাকা গাড়ি নন্দকুমারের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে নন্দকুমার- মেচেদা 116 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে ৷ তারপরই রাস্তার পাশে থাকা একটি গাছেও সজোরে ধাক্কা মারে। সেখান থেকে গাড়িটি রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে উল্টে যায়। গাড়ির গতিবেগ এতটাই ছিল যে, গাছে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন খুলে ছিটকে পড়ে। ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

তমলুকে গাড়ির দুর্ঘটনায় মৃত 4 (ইটিভি ভারত)

তার মধ্যে দু'জন সাইকেল আরোহী ও অন দু'জন গাড়িতে থাকা একজন মহিলা ও পুরুষ। গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন ৷ ঘটনার খবর শুনেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তি সাইকেল আরোহীকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়েরা জানিয়েছেন, তীব্র গতিতে ছুটে যাচ্ছিল ওই গাড়িটি। তার ফলেই আচমকা নিয়ন্ত্রণ হারায়।

ওই 4 মৃতদেহকে ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িতে থাকা মৃত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে মৃত সাইকেল আরোহীদের পরিচয় পাওয়া গিয়েছে। একজনের নাম রাজেন্দ্র সামন্ত আরেক জনের নাম প্রশান্ত রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চারচাকা গাড়িটি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে আসছিল ৷ তাঁরা সম্ভবত জেলারই বাসিন্দা, এমনটাই পুলিশের অনুমান ৷

ABOUT THE AUTHOR

...view details