পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নজিরবিহীন ! থ্রেট কালচারে অভিযুক্ত 5 এমবিবিএস পড়ুয়ার সাজা কমল, সৌজন্যে কি উত্তরবঙ্গ লবি - North Bengal Medical College - NORTH BENGAL MEDICAL COLLEGE

North Bengal Medical College: থ্রেট কালচারে অভিযুক্ত 5 এমবিবিএস পড়ুয়ার সাজা কমিয়ে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কাউন্সিল ৷ উত্তরবঙ্গ লবির চাপের কাছে নতি স্বীকার করেই এই বেনজির সিদ্ধান্ত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে চিকিৎসক মহল ৷

ETV BAHART
থ্রেট কালচারে অভিযুক্ত 5 এমবিবিএস পড়ুয়ার সাজা কমল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 8:22 PM IST

দার্জিলিং, 11 সেপ্টেম্বর: বেনজিরভাবে ভাবে সিদ্ধান্ত বদল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কলেজ কাউন্সিলের ৷ কমিয়ে দেওয়া হল থ্রেট কালচারের অভিযোগে বহিষ্কৃত পাঁচ পড়ুয়ার সাজা । সম্পূর্ণ বহিষ্কারের পরিবর্তে তাঁদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিল কাউন্সিল ।

বুধবার বিকেলে কলেজ কাউন্সিলের বৈঠকে থ্রেট কালচারে অভিযুক্ত পাঁচ এমবিবিএস পড়ুয়ার শাস্তি কমিয়ে তাঁদের ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয় । পাশাপাশি এমবিবিএস কোর্স চলাকালীন ওই পাঁচ পড়ুয়া কোনওভাবেই আর কলেজ হস্টেলে থাকতে পারবেন না বলেও এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

তবে কাউন্সিলের সিদ্ধান্ত পরিবর্তনে প্রশ্ন উঠতে শুরু করেছে । কেন রাতারাতি সিদ্ধান্ত বদল করা হল এবং অভিযুক্তদের বিরুদ্ধে সাজা কমিয়ে দেওয়া হল, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা । তবে কী উত্তরবঙ্গ লবির চাপেই সিদ্ধান্ত বদল করা হল ? এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে চিকিৎসক মহলে । পাঁচ এমবিবিএস পড়ুয়ার সাজা কমানো হলেও বাকি সাত অভিযুক্তদের সাজা বহাল থাকছে বলে কাউন্সিল সূত্রে জানা গিয়েছে । তবে এদিনও কাউন্সিলের কাছে অভিযোগ জানানো হয় যে, থ্রেট কালচার এখনও বন্ধ হয়নি ৷

এবিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স অনুপমনাথ গুপ্তা বলেন, "কোনও চাপে সিদ্ধান্ত বদল করা হয়নি । পড়ুয়াদের কথা মাথায় রেখেই নিময় মেনে মাঝরাতে কাউন্সিলের বৈঠক হয়েছিল । সম্পূর্ণ সাসপেনশনের বদলে ছয়মাসের জন্য সাসপেন্ড করা হল । এর মাঝে তাঁরা আর কোনও ক্লাস করতে পারবেন না । পাশাপাশি গোটা এমবিবিএস কোর্সে তাঁরা হস্টেলে থাকতে পারবেন না ।"

অভিযুক্ত অরিত্র রায় ও তীর্থঙ্কর রায় এবিষয়ে বলেন, "আমাদের বিরুদ্ধে কেন এই সিদ্ধান্ত কাউন্সিল নিল জানা নেই । আমাদের কোনও কথা শোনা হয়নি ।"

প্রসঙ্গত, সোমবার কলেজ কাউন্সিলের বৈঠকে 'থ্রেট কালচারে' যুক্ত থাকায় পাঁচ পড়ুয়া-সহ মোট 12 জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিল কাউন্সিল । পাঁচ পড়ুয়া জয় লাকড়া, তীর্থঙ্কর রায়, অরিত্র রায়, ঐশি চক্রবর্তী ও সৃজা কর্মকারকে বহিষ্কার করা হয় । কিন্তু মঙ্গলবার মাঝরাতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের একাংশ কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবির পাশাপাশি ফের অভিযুক্তদের বয়ান শোনার ও আত্মপক্ষ সমর্থনের আর্জি জানায় । এরপরেই তড়িঘড়ি নজিরবিহীনভাবে রাতেই কলেজ কাউন্সিলের আট সদস্যের উপস্থিতিতে বহিষ্কারের সিদ্ধান্ত সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয় । এরপর এদিন কাউন্সিলের ফুল বেঞ্চের উপস্থিতিতে ওই পাঁচজনের শাস্তি কমিয়ে আনা হল ।

ABOUT THE AUTHOR

...view details