পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যসচিবকে মেইল করেও আসেনি উত্তর, মেডিক্যাল কাউন্সিল নিয়ে সরব চিকিৎসকরা

বৈঠক হওয়ার কথা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের। সেই বৈঠকে ঘিরেই সরব হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।

DOCTORS ON MEDICAL COUNCIL
মেডিক্যাল কাউন্সিল নিয়ে সরব চিকিৎসকরা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2024, 10:50 PM IST

কলকাতা, 30 নভেম্বর: স্বাস্থ্যসচিবের পর মুখ্যসচিব, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দুর্নীতিকে সামনে রেখে বৈঠকের আবেদন জানালেও আসেনি উত্তর। তাই আবারও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বৈধতা এবং দুর্নীতি নিয়ে সরব হলেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। ডিসেম্বর মাসের শুরুর দিকে একটি বৈঠক হওয়ার কথা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের। কিন্তু সেই বৈঠকে ঘিরেই সরব হয়েছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।

আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যু ঘটনার পর এবার বৈঠকে বসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিল। যদিও ওই ঘটনার পর এটাই প্রথম বৈঠক কি না, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে সরকারি নথিতেই। তবে আগামী সোমবার এবং মঙ্গলবার যে বৈঠক হওয়ার কথা তার এখনও পর্যন্ত সরকারি কোনও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। তবে ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অভিযুক্ত সন্দীপ ঘোষ, বিরুপাক্ষ বিশ্বাস, অভিক দে'র বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে, বহু কাউন্সিল সদস্য তাদের পদ থেকে ইস্তাফা দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে কীভাবে ঘটনার চার মাস কেটে গেলেও কেন তারা এতদিন কোনও বৈঠক করেনি সেই প্রশ্নই তুলছেন সিনিয়র চিকিৎসকেরা।

মেডিক্যাল কাউন্সিল নিয়ে সরব চিকিৎসকরা (ইটিভি ভারত)

শনিবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস-এর তরফে। সেখানে উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের আশঙ্কা রয়েছে। কারণ সন্দীপ ঘোষ, বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক দে- এদের কারও বিরুদ্ধে আইন ও নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই ভবিষ্যতে আবারও এরা নিজেদের পদে ফিরে আসতে পারেন। আমাদের মনে হয় চার মাস ধরে এই কারণেই তারা মিটিং হতে দেয়নি। তাই আমরা সেই মিটিংয়ে উপস্থিত হয়ে প্রশ্ন তুলব কেন মেডিক্য়াল কাউন্সিল এই অচলা অবস্থা জারি রেখেছে ?" তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি সরকারি নির্দেশিকা আসার পরেও দেড় মাস ধরে কাজ করে চলেছেন বর্তমান মেডিক্যাল কাউন্সিলের বর্তমান রেজিস্টার। সেই নিয়েও সরব হন তাঁরা।

এমনকী এই বিষয়ে তারা ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলকেও চিঠি দিয়েছেন ৷ যদিও সেখান থেকে এখনও কোনও উত্তর আসেনি। এই বিষয় চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "মাঝেমধ্যে আমাদেরও মনে হয়, কেন্দ্র রাজ্য সেটিং-এর কথা। কিন্তু আমরা গণতান্ত্রিক একটা পদ্ধতিতে রয়েছি। আমরা সমস্ত প্রতিষ্ঠানের উপর ভরসা রাখতে চাই। আমরাও আশা করব প্রতিষ্ঠানগুলো তাদের যে দায়িত্ব-কর্তব্য তা তারা পালন করবেন। যদিও আমরা স্বাস্থ্য সচিবকে একাধিকবার বলার পর মুখ্যসচিবকেও বৈঠকে বসার জন্য আবেদন জানিয়েছিলাম। সমস্ত কথা মেলের মাধ্যমে আমরা জানিয়েছিলাম। কিন্তু তার কোনও উত্তর আসেনি। তবে মেডিক্যাল কাউন্সিল রক্ষা করার জন্য আমরা আবারও রাজপথে নামব।"

ABOUT THE AUTHOR

...view details