পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জুনিয়রদের মঞ্চেই সোমে প্রতীকী অনশন, জয়নগরেও যাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা - Senior Doctors Protest

Senior Doctors on Symbolic Hunger Strike: জুনিয়রদের অনশন মঞ্চেই সোমবার প্রতীকী অনশন করবেন সিনিয়র চিকিৎসকরা ৷ আজ তাঁরা যাচ্ছেন জয়নগরে ৷

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

ETV BHARAT
জুনিয়রদের মঞ্চেই সোমে প্রতীকী অনশন (নিজস্ব চিত্র)

কলকাতা, 6 অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে আবারও সমর্থন জানালেন সিনিয়র ডাক্তাররা । তাঁরা জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনের পাশে দাঁড়িয়ে সোমবার প্রতীকী অনশনের ডাক দিয়েছেন । সোমবার ডোরিনা ক্রসিং অর্থাৎ মেট্রো চ্যানেলের পাশে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চেই 12 ঘণ্টার প্রতীকী অনশন করবেন সিনিয়র চিকিৎসকরা । আর আজ তাঁরা যাবেন জয়নগরে ৷

শনিবার রাত ন'টা থেকে অনশন আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকদের ছয় প্রতিনিধি । রিলে অনশন আন্দোলনের ডাক দেন তাঁরা । কলকাতা মেডিক্যাল কলেজের দুইজন, এসএসকেএম হাসপাতালের একজন, কেপিসি মেডিক্যাল কলেজের একজন এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজের একজন জুনিয়র চিকিৎসক প্রথমে এই অনশনে বসেন । তাঁদেরকেই সমর্থন জানাবেন বলে জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা ।

ধর্মতলায় অনশন মঞ্চে জুনিয়র ডাক্তাররা (নিজস্ব চিত্র)

চিকিৎসক সুবর্ণ গোস্বামী আজ বলেন, "যে দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে বসেছেন, তা যথেষ্ট ন্যায্য । কিন্তু রাজ্য সরকারের তরফে আমরা কোনও পদক্ষেপ করতে দেখলাম না । আমরা সিনিয়র চিকিৎসক । তাই ওঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আগামিকাল ওঁদের পাশেই আমরা 12 ঘণ্টার প্রতীকী অনশন করব ।"

অন্যদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় যখন রাজ্য তথা গোটা দেশ উত্তাল, তখনই জয়নগরে এক 10 বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা । এবার সেই পরিবারের পাশে দাঁড়াতেই জয়নগরে যাচ্ছেন সিনিয়র ডাক্তাররা । রবিবার তাঁদের 12 জনের প্রতিনিধি জয়নগরের উদ্দেশে রওনা দেন । সেই প্রতিনিধি দলে যাঁরা আছেন তাঁরা হলেন,

জয়নগরে যাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা (নিজস্ব চিত্র)

1. কাজলকৃষ্ণ বণিক
2. উৎপল বন্দ্যোপাধ্যায়
3. সুবর্ণ গোস্বামী
4. পবিত্র গোস্বামী
5. সৌম্যজ্যতি বন্দোপাধ্যায়
6. সৌমিত্র গুহ
7. অনুরণ পাল
8. সাগ্নিক মিদ্যা
9. সৌরভ কোলে
10. প্রলয় বসু
11. অরিজিৎ মণ্ডল
12. সজল বিশ্বাস

এ প্রসঙ্গে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা অভয়া এক দেখলাম ৷ আরও একটি অভয়ার ঘটনা ঘটল । কিন্তু তিন নম্বর অভয়া আমরা হতে দেব না । আজ পশ্চিমবাংলায় কেউ নিরাপদ নয় । কারণ সব জায়গায় একটা দুর্বৃত্ত চক্র চলছে ।"

ABOUT THE AUTHOR

...view details