কলকাতা, 6 অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে আবারও সমর্থন জানালেন সিনিয়র ডাক্তাররা । তাঁরা জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনের পাশে দাঁড়িয়ে সোমবার প্রতীকী অনশনের ডাক দিয়েছেন । সোমবার ডোরিনা ক্রসিং অর্থাৎ মেট্রো চ্যানেলের পাশে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চেই 12 ঘণ্টার প্রতীকী অনশন করবেন সিনিয়র চিকিৎসকরা । আর আজ তাঁরা যাবেন জয়নগরে ৷
শনিবার রাত ন'টা থেকে অনশন আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকদের ছয় প্রতিনিধি । রিলে অনশন আন্দোলনের ডাক দেন তাঁরা । কলকাতা মেডিক্যাল কলেজের দুইজন, এসএসকেএম হাসপাতালের একজন, কেপিসি মেডিক্যাল কলেজের একজন এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজের একজন জুনিয়র চিকিৎসক প্রথমে এই অনশনে বসেন । তাঁদেরকেই সমর্থন জানাবেন বলে জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা ।
চিকিৎসক সুবর্ণ গোস্বামী আজ বলেন, "যে দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে বসেছেন, তা যথেষ্ট ন্যায্য । কিন্তু রাজ্য সরকারের তরফে আমরা কোনও পদক্ষেপ করতে দেখলাম না । আমরা সিনিয়র চিকিৎসক । তাই ওঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আগামিকাল ওঁদের পাশেই আমরা 12 ঘণ্টার প্রতীকী অনশন করব ।"