কলকাতা, 20 নভেম্বর: এবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়ে আলোচনার জন্য সময় চাইল সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস । বুধবার চিঠিতে তারা একগুচ্ছ অভিযোগও জানিয়েছেন মুখ্যসচিবকে ।
জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলাকালীন তাঁদের তরফ থেকে একের পরের চিঠি দেওয়া হয়েছিল মুখ্যসচিবকে । সেই বৈঠক থেকে একাধিক দাবি-দাওয়াও তাঁরা রাজ্য সরকারের সামনে তুলে ধরেছিলেন । এবার সিনিয়র ডাক্তাররা মুখ্যসচিবের কাছে সময় চাইলেন তাঁদের অভিযোগ নিয়ে আলোচনার জন্য ।
মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি সিনিয়র ডাক্তারদের (নিজস্ব ছবি) এই চিঠি নিয়ে বলতে গিয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যৌথ আহ্বায়ক পুণ্যব্রত গুণ এদিন ইটিভি ভারতকে বলেন, "জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছিল, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের যে অনিয়মগুলো হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক । মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে 2019 সালে । এরপর একবার ছয় মাসের জন্য তাঁর চাকরির মেয়াদ বাড়ানো হয় । আশ্চর্যের বিষয় হল, এরপর কোনও ধরনের কোনও মেয়াদ বৃদ্ধি ছাড়াই এখনও পর্যন্ত রেজিস্ট্রার হিসাবে তিনি তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন ।"
পুণ্যব্রত গুণ আরও বলেন, "অভয়াকাণ্ডের পর শোনা যায়, মেডিক্যাল কাউন্সিল আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন নম্বর কেড়ে নিয়েছে । কিন্তু পরে জানা যায়, অভয়ার মৃত্যুর দিন এবং তার পরের দিন মেডিক্যাল কাউন্সিলিংয়ের মিটিং হয়েছিল ৷ এরপরে আর কোনও বৈঠক হয়নি । কারও রেজিস্ট্রেশন নম্বর কেড়ে নিতে হলে তাঁকে আত্মপক্ষ সমর্থনে কিছু বলার সুযোগ দিতে হয় । এক্ষেত্রে তেমন কিছুই করা হয়নি ।"
মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি সিনিয়র ডাক্তারদের (নিজস্ব ছবি) তাঁর কথায়, এক্ষেত্রে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের নোটিফিকেশন জারি করেছিলেন মানস চক্রবর্তী, যা সম্পূর্ণভাবে বেআইনি । আর এই কারণেই সন্দীপ ঘোষ আরও একবার কার্ড রেজিস্ট্রেশন নম্বর ফেরত পেয়েছেন । এই অবস্থায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস মনে করছে, সন্দীপ ঘোষকে সুবিধা করে দেওয়ার জন্যই কোনও ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই তাঁর রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছিল । এমনটাও মনে করা হচ্ছে, আন্দোলনকারীদের শান্ত করার জন্যই হয়তো এই পদক্ষেপ করা হয়েছিল ।
পুণ্যব্রত গুণের বক্তব্য, "আমরা দীর্ঘদিন ধরেই এই রেজিস্ট্রারের বদল চেয়েছিলাম । তাঁর বদলে স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে একজন নতুন রেজিস্ট্রার নিয়োগ হোক এটাই আমাদের দাবি ছিল ।" তিনি আরও বলেন, "অবশেষে স্বাস্থ্য সচিব, মেডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রারকে সরিয়ে দেওয়ার জন্য । আমরা জানি না এর ফল কী হবে । সেই কারণেই আমরা এইসব নিয়ে আলোচনার জন্য মুখ্যসচিবের সময় চেয়েছি ।"
মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি সিনিয়র ডাক্তারদের (নিজস্ব ছবি) এই সিনিয়র চিকিৎসকের দাবি, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে যথেষ্ট অনিয়ম চলছে । গত জানুয়ারি মাসে মেডিক্যাল কাউন্সিলের সদস্য এক অধ্যাপক চিকিৎসকের মৃত্যু হয়েছে । নিয়ম হল, তার দু'মাসের মধ্যেই নির্বাচন করার । তারপরেও তা হয়নি । একইভাবে অভয়াকাণ্ডের পর অনেকেই মেডিক্যাল কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন ৷ সেই পদগুলো ফাঁকা রয়েছে ।
সিনিয়র চিকিৎসক পুণ্যব্রত গুণ (নিজস্ব ছবি) তিনি জানিয়েছেন, বছরের পর বছর ধরে মেডিক্যাল কাউন্সিলে যেভাবে অনিয়ম চলে আসছে, তা নিয়ে আলোচনা করতে চাওয়া হয়েছে সরকারের সঙ্গে । প্রয়োজনে এই সব অনিয়ম নিয়ে আদালতে লড়াই করার ভাবনা চিন্তাও করছেন তাঁরা ।