কলকাতা, 8 ডিসেম্বর: আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার চারমাস সোমবার ৷ চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের বিচার এখনও অধরা ৷ তাই সোমবার আবারও পথে নামছেন সিনিয়র চিকিৎসকরা ৷ বিকেল পাঁচটায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে মেডিক্যাল সার্ভিস সেন্টার ৷ মিছিল শেষ হবে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ৷
এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, 'অভয়ার অবিচারের চারমাস' ৷ মিছিলে মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসকদের পাশাপাশি, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি, নার্স-সহ অন্য স্বাস্থ্য কর্মীরাও অংশ নেবেন বলে জানা গিয়েছে ৷ এর পাশাপাশি, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে এই মোমবাতি মিছিলে উপস্থিত থাকতে আবেদন করা হয়েছে ৷
আরজি কর-কাণ্ডে 4 মাস পূরণে বিচারের দাবিতে মোমবাতি মিছিল ৷ (ইটিভি ভারত) উল্লেখ্য, গত 4 ডিসেম্বর থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ চলবে 11 ডিসেম্বর পর্যন্ত ৷ কলকাতা চলচ্চিত্র উৎসব শেষ হলে, আরজি কর ইস্যুতে 'দ্রোহের চলচ্চিত্র উৎসব' আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, 18 বা 19 ডিসেম্বর 'দ্রোহের চলচ্চিত্র উৎসব' আয়োজিত হবে ৷ রবীন্দ্র সদন সংলগ্ন রানুছায়া মঞ্চে একাধিক সিনেমা দেখানো হতে পারে ৷ যদিও, এই মুহূর্তে সবটাই আলোচনার পর্যায়ে রয়েছে ৷ তবে, অভয়া মঞ্চের তরফের বলা হয়েছে, ন্যায় বিচারের আন্দোলনে এই দ্রোহের চলচ্চিত্র উৎসব করতে চাইছে তারা ৷
অন্যদিকে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে প্রকাশিত হয়েছে, 'দ্রোহকাল 2024' নামে একটি সংকলন গ্রন্থ ৷ সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশাপাশি, চিকিৎসকরাও আরজি কর নিয়ে চলা আন্দোলন প্রসঙ্গে নিজেদের মতামত তুলে ধরেছেন ৷ জানা গিয়েছে, এই গ্রন্থে বারেবারে উঠে এসেছে অভয়ার নাম ৷ শুধু লেখা নয়, ছবি থেকে শুরু করে সমস্ত কিছুতেই ন্যায়বিচারের দাবিতে যে আন্দোলন, তা ফুটিয়ে তোলা হয়েছে ৷ এই গ্রন্থ সংকলনে রয়েছে বহু জুনিয়র চিকিৎসকদের লেখাও ৷ বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে 150 টাকা ৷