আসানসোল, 2 অগস্ট: বন্দুক নিয়ে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয় পডুয়া ৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷ বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ধ্রুবডাঙ্গা এলাকায়। গুলিবিদ্ধ যুবকের নাম আদিত্য মণ্ডল ৷ বয়স 22 বছর । আদিত্য'র চোখ দিয়ে গুলি ঢুকে মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে ৷
দ্বাদশ শ্রেণির পড়ুয়ার মাথা ফুঁড়ে বেরল গুলি, মৃত্যু হাসপাতালে (ইটিভি ভারত) যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর রাতে ঘটনাস্থলে আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (পশ্চিম) ইপ্সিতা দত্ত। তিনি জানান, ঘটনা তদন্ত শুরু হয়েছে। গুলিবিদ্ধ যুবক আদিত্য মণ্ডলের মায়ের সঙ্গেও কথা বলেছেন তিনি ৷ আদিত্য মণ্ডলের মা মালা মণ্ডল জানিয়েছেন, তাঁর ছেলে বার্নপুরের বারি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ৷ সন্ধ্যায় একটি সাইবার সেন্টারে পার্টটাইম কাজ করত আদিত্য ৷ প্রতিদিন রাত সাড়ে 10টা নাগাদ বাড়ি ফিরত ৷ কিন্তু বৃহস্পতিবার রাতে দেরি হওয়ায় বাড়ির লোক ফোন করলে, সে জানায় কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসছে। কিছুক্ষণ পরে পরিবারের লোক জানতে পারে গুলিবিদ্ধ হয়েছে আদিত্য ৷
জানা গিয়েছে, এদিন রাত এগারোটা নাগাদ ধ্রুবডাঙায় সেবা সমিতির সামনে একটি লাইব্রেরির কাছে দাঁড়িয়েছিল আদিত্য ও তাঁর কয়েকজন বন্ধু ৷ প্রত্যক্ষদর্শী তথা আদিত্য'র বন্ধু অলোক মণ্ডল জানান, তাঁদের সঙ্গে গণেশ সাউ (বেটলি) নামে এক যুবক ছিলেন ৷ তাঁর হাতে বন্দুকটি ছিল ৷ সেটি হাতে নিয়ে দেখছিলেন আনমোল নামের এক যুবক ৷ আর তখনই বন্দুক থেকে গুলি ছিটকে আদিত্যর চোখে লাগে। চোখ দিয়ে ঢুকে মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে যায় ৷ আদিত্যর মা জানান, প্রতিদিনই রাতে ধ্রুবডাঙ্গা রেললাইনের পাশে একটি চাকরির পরীক্ষা দেওয়ার লাইব্রেরি চত্বরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত আদিত্য ৷ বৃহস্পতিবার রাতেও আড্ডা দিচ্ছিল ৷ তখনই গণেশ সাউ নামে ওই যুবক গুলি চালায়।
প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আদিত্যকে তাঁর বন্ধুরাই তৎক্ষণাৎ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে আসে হিরাপুর থানার পুলিশ। পরে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে গিয়ে আদিত্যর বন্ধুদের সঙ্গে কথা বলে ৷ তবে আদৌ খেলতে গিয়ে বন্দুক থেকে গুলি বেরিয়েছে, নাকি আদিত্যকে খুন করার চেষ্টায় গুলি করা হয়েছে, তা নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ৷ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত 2 যুবক বেটলি এবং আনমোল পলাতক।