পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করের ঘটনার পরপরই হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট সন্দীপের ! - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Sandip Ghosh Deletes WhatsApp Chat: এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ ৷ আরজি কর-কাণ্ডে সিবিআই ব়্যাডারে থাকা প্রাক্তন অধ্য়ক্ষ তাঁর মোবাইল ফোনের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করেছিলেন ৷ এমনটাই খবর সিবিআই সুত্রের ৷ তাও আবার আরজি করের মহিলা চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পরপর ৷

RG KAR DOCTOR RAPE AND MURDER
সন্দীপ ঘোষের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ চ্যাট মোছার অভিযোগ ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 11:39 AM IST

Updated : Aug 19, 2024, 12:16 PM IST

কলকাতা, 19 অগস্ট: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মোবাইল থেকে গত সপ্তাহে রহস্যজনক ভাবে মোছা হয়েছে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ৷ সিবিআই সূত্রে এমনটাই জানান হয়েছে ৷ সন্দীপ ঘোষকে রবিবার রাতে জিজ্ঞসাবাদের সময় এনিয়ে প্রশ্নও করেন সিবিআই-এর বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা ৷ প্রশ্ন করা হয়, কেন আচমকাই তিনি হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি মুছে ফেললেন ? সিবিআই সূত্রের খবর, এই বিষয়ে নিরুত্তর ছিলেন সন্দীপ ঘোষ ৷

সিবিআই সূত্রের খবর, সন্দীপ ঘোষের ল্যাপটপ ও মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাচ্ছে সিবিআই ৷ মূলত, ডিলিট করা নথি ও মেসেজ পুনরুদ্ধার করতেই সেগুলিকে ফরেনসিকে পাঠানো হচ্ছে ৷ সিবিআই সূত্রে খবর, আজ ভোররাত পর্যন্ত সন্দীপ ঘোষকে যে সব প্রশ্ন করা হয়েছিল ৷ আজ সকালে ফের হাজিরা দেওয়ার পর প্রথম দফায়, সেই প্রশ্নগুলি পুনরায় জিজ্ঞাসা করা হতে পারে ৷ সিবিআই গোয়েন্দারা দেখতে চাইছেন, একই প্রশ্নে তাঁর আগের বয়ানের সঙ্গে, নতুন বয়ানে অসঙ্গতি থাকছে কিনা ৷ ইতিমধ্যে, সন্দীপ ঘোষের একাধিক বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর ৷

জিজ্ঞাসাবাদে সিবিআই জানতে পেরেছে, সন্দীপ ঘোষের সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি যোগাযোগ রাখতেন ৷ সিবিআই সূত্রে খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে এই প্রভাবশালীদের যোগাযোগ বহু বছর ধরে রয়েছে ৷ আরজি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের পরেও সেই প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সন্দীপ ঘোষের ৷ তবে, সেই প্রভাবশালী কারা ? তা এখনও স্পষ্ট হয়নি ৷

অন্যদিকে, সিবিআই-এর হাতে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে ৷ থ্রি-ডি ম্যাপিং পদ্ধতিতে তদন্তে সিবিআইয়ের অনুমান, যেখানে নির্যাতিতা মৃত চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে ৷ সেই আরজি করের সেমিনার হলে তাঁর সঙ্গে অপরাধের ঘটনা ঘটেনি ৷ বরং অন্য কোথাও তাঁকে ধর্ষণ ও খুনের পর পরিকল্পতিভাবে দেহ সেমিনার হলে রেখে দেওয়া হয় ৷ এ বিষয়েও সন্দীপ ঘোষকে প্রশ্ন করা হলে, তিনি কোনরকম জবাব দেননি ৷

Last Updated : Aug 19, 2024, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details