কলকাতা, 19 অগস্ট: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মোবাইল থেকে গত সপ্তাহে রহস্যজনক ভাবে মোছা হয়েছে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ৷ সিবিআই সূত্রে এমনটাই জানান হয়েছে ৷ সন্দীপ ঘোষকে রবিবার রাতে জিজ্ঞসাবাদের সময় এনিয়ে প্রশ্নও করেন সিবিআই-এর বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা ৷ প্রশ্ন করা হয়, কেন আচমকাই তিনি হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি মুছে ফেললেন ? সিবিআই সূত্রের খবর, এই বিষয়ে নিরুত্তর ছিলেন সন্দীপ ঘোষ ৷
সিবিআই সূত্রের খবর, সন্দীপ ঘোষের ল্যাপটপ ও মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাচ্ছে সিবিআই ৷ মূলত, ডিলিট করা নথি ও মেসেজ পুনরুদ্ধার করতেই সেগুলিকে ফরেনসিকে পাঠানো হচ্ছে ৷ সিবিআই সূত্রে খবর, আজ ভোররাত পর্যন্ত সন্দীপ ঘোষকে যে সব প্রশ্ন করা হয়েছিল ৷ আজ সকালে ফের হাজিরা দেওয়ার পর প্রথম দফায়, সেই প্রশ্নগুলি পুনরায় জিজ্ঞাসা করা হতে পারে ৷ সিবিআই গোয়েন্দারা দেখতে চাইছেন, একই প্রশ্নে তাঁর আগের বয়ানের সঙ্গে, নতুন বয়ানে অসঙ্গতি থাকছে কিনা ৷ ইতিমধ্যে, সন্দীপ ঘোষের একাধিক বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর ৷