হাওড়া, 25 জানুয়ারি: কলকাতা ও হাওড়া-সহ রাজ্যের একাধিক জায়গায় একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনা সামনে আসছে ৷ এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা সজল ঘোষ । তাঁর কথায়, "যতদিন না রাজ্যের মানুষ নবান্নকে হেলাতে পারবে, ততদিন এভাবেই বাড়ি হেলতে থাকবে । আগে পিসার হেলানো মিনার মানুষ দেখতে যেত । এখন রাজ্যের পাড়ায় পাড়ায় পিসির হেলানো মিনার দেখতে আসবে ।"
হাওড়াতে রাজ্য গ্রুপ ডি কর্মীরা ধরনা দিচ্ছেন ৷ সেই ধরনা মঞ্চে শুক্রবার উপস্থিত হয়েছিলেন সজল ঘোষ ৷ সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন এই বিজেপি নেতা । পাশাপাশি তাঁর নিশানায় ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ সজল ঘোষ বলেন, "খুব দুর্ভাগ্যজনক ৷ কলকাতার মেয়র বলছেন, সব হেলে যাওয়া বাড়ি কী আমরা বাঁশ দিয়ে সোজা করব ! না আপনাকে বাঁশ দিয়ে সোজা করতে হবে না । কিন্তু হেলে যাওয়া বাড়ির মানুষগুলোকে আর নতুন করে বাঁশ দেবেন না । এটাই আমি আবেদন করছি ।"
বিজেপি নেতা মজার ছলে বলেন, "একটা নতুন পুর আইন আনা হোক ৷ 2010 সালের পরে নির্মিত সমস্ত বাড়ির বাসিন্দাদের 24 ঘণ্টা হেলমেট আবশ্যিক ৷ মাথার ওপর ছাদ থাক বা না থাক ৷ মাথাটাকে তো রাখতে হবে ৷" একইসঙ্গে তাঁঁর সংযোজন, "যে বাড়িগুলো হেলে পড়েছে সেগুলি বিপজ্জনক নয়, এটা প্রমাণ করুক মেয়র ৷ তাই তিনি নিজে ওই হেলে পড়া বাড়িগুলিতে গিয়ে সাতদিন করে ঘুরে ঘুরে থেকে আসুক ৷"