চন্দ্রকোনা, 6 জুন:ভোট মিটলেও রাজ্য রয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ ভোট পরবর্তী হিংসা এড়াতে স্পর্শকাতর এলাকায় চলছে বাহিনীর রুটমার্চ । তেমনই গণনার পর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বিভিন্ন এলাকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের । বালা, ঝাঁকরা, শ্যামগঞ্জ,ধান্যগাছি, ভোতাখালি-সহ একাধিক জায়গায় জওয়ানদের নিয়ে রুটমার্চ করায় চন্দ্রকোনা থানার পুলিশ । ভোট পরবর্তী হিংসা এড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি কাটাতে বাহিনীর এই রুটমার্চ বলে জানা গিয়েছে ।
তবে স্থানীয়দের দাবি, কথা ছিল ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী এসে এলাকায় নিরাপত্তা দেবে । সেই সঙ্গে মানুষের পাশে থেকে ভরসা জোগাবে ৷ এলাকায় এলাকায় রুট মার্চও করবে । কিন্তু বাস্তবে এমনটাই হয়নি বলে রাজ্যের শাসক দলের পাশাপাশি বিরোধী প্রার্থীরা অভিযোগ করেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । সেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এবার ভোটের পর এলাকায় এলাকায় রুট মার্চ করাল রাজ্য পুলিশ । তারা মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি ভরসা জোগায় এ দিন ।