কলকাতা, 2 জুলই:রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জড়িয়েছে। গত জুন মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তাঁকে প্রায় 5 ঘণ্টা ধরে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেন। এবার ওই মামলায় 70 লক্ষ টাকা ইডিকে ফেরাতে চান 'টলি কুইন' ঋতুপর্ণা সেনগুপ্ত ।
অভিনেত্রীকে দু'দফায় নোটিশ দেওয়ার পর অবশেষে জুন মাসে তিনি সিজিও কমপ্লেক্সে যান ৷ ইডি আধিকারিকরা সেদিন তাঁকে 5 ঘণ্টা জিজ্ঞাসা করেন । দু'সপ্তাহের মধ্যে 70 লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা, মঙ্গলবার ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ রেশন দুর্নীতি কাণ্ডে একাধিক প্রভাবশালী থেকে শুরু করে বিভিন্ন অভিযুক্তদের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত ব্যাঙ্ক ট্রানজাকশন হয়েছে । ইডি জানিয়েছে, বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে একাধিকবারে প্রায় 70 লক্ষ টাকার লেনদেন করেছিলেন অভিনেত্রী ৷