কলকাতা, 8 মে: 'তুমি রবে নীরবে হৃদয়ে মম...'৷ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী । সকাল থেকেই কবিগুরুর জন্মভূমি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আজ জনসমাগম । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন প্রাণের ঠাকুরের গলায় মালা দিতে । হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়-সহ আরও অনেকে । সকলেই মাল্যদান করেন গুরুদেবের মূর্তিতে । সকাল থেকেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে চলছে অনুষ্ঠান । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও গান গাইছেন অন্যান্য শিল্পীরা ।
শশী পাঁজা এ দিন বলেন, "এই দিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসা সৌভাগ্যের ব্যাপার । বহু রবীন্দ্র অনুরাগীর আজ এখানে আসেন বহু দূর দূর থেকে । আমরাও আসার চেষ্টা করি ।" তিনি এ দিন যোগ্য প্রার্থীদের চাকরি খোয়ানো থেকে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় নিয়ে মুখ খোলেন ইটিভি ভারতের কাছে । শশী পাঁজা বলেন, "ক্লাসের একটা দুষ্টু বাচ্চার জন্য সবাইকে শাস্তি দেওয়া যায় না ৷ যারা অযোগ্য তারা শাস্তি পাক। কিন্তু যারা যোগ্য তারা কেন পাবে শাস্তি? সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে আমরা খুশি ।"