বোলপুর, 22 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বীরভূমের প্রথম কোনও ক্লাব দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করল ৷ রবিবার বোলপুরে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদানের চেক তুলে দেওয়া হয় । সেই অনুষ্ঠানে অনুপস্থিত থেকে অনুদান প্রত্যাখ্যান করল শান্তিনিকেতনের দক্ষিণ গুরুপল্লী উন্নয়ন ও সাংস্কৃতিক সমিতি ৷
আরজি কর কাণ্ডের প্রতিবাদ, অনুদান প্রত্যাখ্যান বীরভূমের পুজো কমিটির - Club Rejects Durga Puja Donation - CLUB REJECTS DURGA PUJA DONATION
Puja Donation Refuse: আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বীরভূম জেলায় এই প্রথম কোনও পুজো কমিটি অনুদান প্রত্যাখ্যান করল ৷ তবে সেই টাকা কোন খাতে খরচ করা হবে তা জানিয়ে দিলেন মন্ত্রী ৷
Published : Sep 22, 2024, 7:30 PM IST
কারণ হিসাবে তাঁরা জানায়, এখনও আরজি কর-কাণ্ডে বিচার হয়নি৷ তাই অনুদান প্রত্যাখ্যান করে প্রতিবাদ করছে । প্রসঙ্গত, আগেই আরজি করের ঘটনার প্রতিবাদে কলকাতা-সহ রাজ্যের বহু পুজো কমিটি সরকারি এই অনুদান প্রত্যাখ্যান করেছে । এবার সেই তালিকায় সংযুক্ত হল বীরভূম ।
দক্ষিণ গুরুপল্লী উন্নয়ন ও সাংস্কৃতিক সমিতির পুজো কমিটির সভাপতি প্রণব চট্টোপাধ্যায় ও পুজো কমিটির সদস্য চন্দনা মুখোপাধ্যায় বলেন, "এখনও আরজি কর-কাণ্ডে বিচার পায়নি নির্যাতিতা ৷ আমাদের মেয়ে বিচার পায়নি ৷ তাই আমরা কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে আগেই জানিয়ে দিয়েছি সরকারি অনুদান আমরা নেব না ৷ এটাই আমাদের যৌথ প্রতিবাদ ।"