পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসায় বোমাবাজি মুর্শিদাবাদে, আহত 2 - Post Poll Violence - POST POLL VIOLENCE

Bombing in Murshidabad: মুর্শিদাবাদে বোমাবাজিতে আহত জোট ও শাসকদলের 2 কর্মী ৷ বাম-কংগ্রেসের লোকজনকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ পালটা ঘটনায় জোটের কর্মীদের কাঠগড়ায় তুললেন তৃণমূলের কর্মীরা ৷

Post Poll Violence
বোমাবাজি মুর্শিদাবাদে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 7:36 PM IST

মুর্শিদাবাদ, 6 জুন: ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা মুর্শিদাবাদে ৷ বাম-কংগ্রেস জোট কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার চর বাঁশগাড়া এলাকায় । যদিও শাসকদলের পালটা দাবি, তাদেরকেই প্রথমে মারধর করে বাম-কংগ্রেসের লোকজন । এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি বলে অভিযোগ ৷ সেই বোমাবাজিতে গুরুতর আহত হন উভয়পক্ষের 2 জন । তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসা চলছে ৷

ভোট পরবর্তী হিংসায় বোমাবাজি মুর্শিদাবাদে (ইটিভি ভারত)

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাঁশগাড়া এলাকায় । ঘটনার খবর পেয়ে সেখানে আসে রানিনগর থানার পুলিশ ৷ মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ ঝামেলার পরে প্রথমের দিকে পুলিশ এলেও পরবর্তীতে আর তাদের দেখা যায়নি বলে দাবি জোট কর্মীদের । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাম-কংগ্রেস জোট কর্মীরা ।

জোট কর্মী কামাল হোসেন বলেন, "বাইরে গিয়েছিলাম ৷ সন্ধের সময় চা খেতে বাড়ি ফিরছিলাম ৷ হঠাতই তৃণমূলের কর্মীরা আমার উপর হামলা চালায় ৷ ভাগ্যের জোরে আমি বেঁচে গিয়েছি ৷ বাড়ির সামনে বোমা মারা হয় ৷ আমি আগে তৃণমূল করতাম ৷ এখন জোটকে সমর্থন করি ৷ তাই জেতার পর আমার উপর শাসকদলের কর্মীরা আক্রমণ চালায় ৷ আণরা আতঙ্কে রয়েছি ৷ আমার না তারা আক্রমণ করে ৷" তৃণমূল কর্মী হাবিবুর মোল্লার পালটা দাবি, "সামান্য বাচ্চাদের নিয়ে ঝামেলা থেকে জোটের কর্মীরা আমাদের উপর হামলা করে ৷ আমরা তৃণমূল করি বলে আমাদের মারধর করা হয় ৷ আমরা প্রথমে মারধর করিনি ৷ ওরা ঝামেলা করায় আমরা বরং বারণ করি ৷ পালটা আমাদের উপর চড়াও হয় তারা ৷"

ABOUT THE AUTHOR

...view details