মালদা, 6 মে: প্রবল গরম ৷ এরই মধ্যে মঙ্গলবার ভোট মালদায় ৷ তাপপ্রবাহ থেকে বাঁচতে সকাল সকাল সোমবার জেলার অন্যান্য ডিসিআরসিতে যাওয়ার জন্য প্রস্তুত হন ভোটকর্মীরা ৷ তবে দেড় ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে থেকেও থেকে বাস মেলেনি বলে অভিযোগ ৷ তাই বাস না-পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা ৷ উলটে দিলেন বেঞ্চ ৷ ঘটনাটি ঘটেছে মালদা কলেজের ডিসিআরসিতে ৷ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছেন ভোটকর্মীরা ৷
ফাস্ট পোলিং অফিসার বিমল মল্লিক বলেন, "সকাল সাড়ে সাতটা থেকে এসে দাঁড়িয়ে আছি ৷ প্রবল গরম, তার হাত থেকে বাঁচতে সকাল সকাল ডিসিআরসিতে পৌঁছতে চেয়েছিলাম ৷ কিন্তু এখানে এমন ব্যবস্থা তিনশো-চারশো ভোটকর্মী সকাল থেকে দাঁড়িয়ে আছে ৷ খানিকক্ষণ আগে এক বাস দেওয়া হয়েছে ৷ ভোটকর্মীরা হুড়োহুড়ি করে ওই বাসে করে গেলেন ৷ আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি ৷ আমাদের চাঁচল ডিসিআরসিতে যেতে হবে ৷ কিন্তু আমরা যাওয়ার কোনো ব্যবস্থা পাচ্ছি না ৷ পাবলিক ট্রান্সপোর্টও নেই ৷ এই পরিস্থিতিতে আমরা চরম সমস্যার মধ্যে পড়েছি ৷ আমরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানাচ্ছি ৷"