পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শত্রুঘ্ন নিজেই খামোশ ! বিজেপির প্রার্থী কই? ভোটের জৌলুস নেই আসানসোলে - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: বরাবরই লোকসভা ভোটের আগে গমগম করে আসানসোল ৷ প্রার্থীদের ভোটের প্রচার চলে জোরকদমে ৷ রাজনৈতিক নেতাদের বাক্যবাণের জেরে পারদ চড়তে থাকে ৷ তবে এবার সেসবের কোনওটারই দেখা এখন মেলেনি ৷ ভোটের আগে জৌলুসহীন আসানসোল ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 2:01 PM IST

আসানসোল, 28 মার্চ: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে । অথচ এখনও তেমন ভোটের হাওয়াই লাগেনি আসানসোল লোকসভা কেন্দ্র । অতীতে বাবুল সুপ্রিয়, মুনমুন সেন কিংবা শত্রুঘ্ন সিনহার মতো তারকা প্রার্থীদের প্রচারে গমগম করত এই আসানসোল । এবার এখনও তেমন কোনও জৌলুস নেই এখানে ।

আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি । তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার দীর্ঘদিন আসানসোলে দেখা নেই । দেওয়াল লিখন ছাড়া তৃণমূলের প্রচারে তেমন কোনও তাপ উত্তাপ নেই । শহরের এ প্রান্ত থেকে ওপর প্রান্তে দৌড়চ্ছেন এখন শুধুই একা সিপিএম প্রার্থী জাহানারা খান । বার্নপুর থেকে বারাবনী, জামুড়িয়া থেকে সালানপুর, রোজই প্রচার কর্মসূচি থাকছে সিপিএম প্রার্থীর । প্রচণ্ড গরমে রোজা রেখেও প্রচারে বিরাম দিচ্ছেন না জাহানারা । আসানসোল লোকসভা কেন্দ্র বহুকাল যাবৎ বৈচিত্রপূর্ণ । বরাবরই ভোটের সময় তারকা প্রার্থীদের জমজমাট প্রচারে শিরোনামেই থাকে আসানসোল । কিন্তু এবার ভোটের আগে কোথায় সেসব?

বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি

লোকসভা ভোটের দিন ঘোষণার বহু আগেই তৃণমূলের তরফে প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহার । এরপর আসানসোলে এসে প্রচার শুরুও করেন তিনি । সেই সার ! কিন্তু তারপরে দীর্ঘ সময় আর তাঁর লোকসভা কেন্দ্রে দেখা নেই । বলা যায় নিজেই খামোশ হয়ে গিয়েছেন শত্রুঘ্ন সিনহা । স্বভাবতই তৃণমূলের প্রচারও গিয়েছে থেমে । শুধু মাত্র দেওয়াল লিখন ছাড়া আর তেমন প্রচারের হাওয়া নেই ঘাসফুল শিবিরের । প্রার্থী নেই তাই প্রচার নেই? এমন প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু বলেন, "প্রচার ঠিক চলছে । বুথ লেভেল থেকে কর্মসূচি চলছে । ভোট এখনও অনেক দেরি । সব ঠিক হয়ে যাবে ।"

বিভিন্ন লেখায় ভরেছে দেওয়াল

বিজেপির অবস্থা আরও তথৈবচ । কর্মীদের মনে কোনও উৎসাহই নেই, কারণ এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি । প্রথমে ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম ঘোষণা হয়েছিল ৷ তবে পরে তিনি বেঁকে বসায় আর প্রার্থীর নাম ঘোষণা হয়নি । নানান জল্পনা করে করে বিজেপির স্থানীয় নেতা কর্মীরাও হতাশ । বাজারে তাই দেখাই যাচ্ছে না বিজেপির প্রচার । একমাত্র ময়দানে নেমেছেন জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর নিজের উদ্যোগে প্রতিদিন জনসংযোগ চালিয়ে যাচ্ছেন । অনেকেই ভাবছেন প্রার্থী হওয়ার লড়াইয়ে এখনও চেষ্টা চালাচ্ছেন তিনি ।

দীর্ঘদিন আসানসোলে দেখা নেই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার

বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের কথায়, "দলের যেমন নির্দেশ আসছে, সেই অনুযায়ী কর্মসূচি করা হচ্ছে । দেওয়াল বুকিংও হয়ে গিয়েছে । প্রার্থীর জন্য শুধু অপেক্ষা ।" তবে প্রচারে ঝড় তুলছে বামেদেরই । রোজই মিছিল, সভা হচ্ছে আসানসোলের বিভিন্ন স্থানে । পারদ চড়েছে তবুও গরমে, রোজা পালন করেও পায়ে হেঁটে প্রচার করছেন জাহানারা খান । তাঁর বক্তব্য, "রাজ্যের নেতারা তো আসবেনই । কিন্তু যত দ্রুত পারা যায় প্রতিটি বিধানসভায় গিয়ে হেঁটে প্রচার সেরে ফেলতে হবে ।"

আরও পড়ুন:

  1. ভোটে জিততে এসপি-আইসিদের নিয়ে বৈঠক প্রসূনের ! কমিশনে খগেন
  2. দেবকে 'সেতু চোর' তকমা দিয়ে বিক্ষোভে হিরণ
  3. প্রচারে 'গোষ্ঠীদ্বন্দ্ব', জুনের গাড়ি থেকে কাউন্সিলরকে নামানোর দাবিতে স্লোগান তৃণমূল কর্মীদের

ABOUT THE AUTHOR

...view details