আসানসোল, 28 মার্চ: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে । অথচ এখনও তেমন ভোটের হাওয়াই লাগেনি আসানসোল লোকসভা কেন্দ্র । অতীতে বাবুল সুপ্রিয়, মুনমুন সেন কিংবা শত্রুঘ্ন সিনহার মতো তারকা প্রার্থীদের প্রচারে গমগম করত এই আসানসোল । এবার এখনও তেমন কোনও জৌলুস নেই এখানে ।
আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি । তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার দীর্ঘদিন আসানসোলে দেখা নেই । দেওয়াল লিখন ছাড়া তৃণমূলের প্রচারে তেমন কোনও তাপ উত্তাপ নেই । শহরের এ প্রান্ত থেকে ওপর প্রান্তে দৌড়চ্ছেন এখন শুধুই একা সিপিএম প্রার্থী জাহানারা খান । বার্নপুর থেকে বারাবনী, জামুড়িয়া থেকে সালানপুর, রোজই প্রচার কর্মসূচি থাকছে সিপিএম প্রার্থীর । প্রচণ্ড গরমে রোজা রেখেও প্রচারে বিরাম দিচ্ছেন না জাহানারা । আসানসোল লোকসভা কেন্দ্র বহুকাল যাবৎ বৈচিত্রপূর্ণ । বরাবরই ভোটের সময় তারকা প্রার্থীদের জমজমাট প্রচারে শিরোনামেই থাকে আসানসোল । কিন্তু এবার ভোটের আগে কোথায় সেসব?
লোকসভা ভোটের দিন ঘোষণার বহু আগেই তৃণমূলের তরফে প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহার । এরপর আসানসোলে এসে প্রচার শুরুও করেন তিনি । সেই সার ! কিন্তু তারপরে দীর্ঘ সময় আর তাঁর লোকসভা কেন্দ্রে দেখা নেই । বলা যায় নিজেই খামোশ হয়ে গিয়েছেন শত্রুঘ্ন সিনহা । স্বভাবতই তৃণমূলের প্রচারও গিয়েছে থেমে । শুধু মাত্র দেওয়াল লিখন ছাড়া আর তেমন প্রচারের হাওয়া নেই ঘাসফুল শিবিরের । প্রার্থী নেই তাই প্রচার নেই? এমন প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু বলেন, "প্রচার ঠিক চলছে । বুথ লেভেল থেকে কর্মসূচি চলছে । ভোট এখনও অনেক দেরি । সব ঠিক হয়ে যাবে ।"