কোচবিহার, 16 এপ্রিল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার তল্লাশির মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি তল্লাশি ৷ নিশীথের কনভয় থামিয়ে তাঁর গাড়ি পরীক্ষা করে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভেটাগুড়ি থেকে যখন দেওয়ানহাটে যাওয়ার সময় দিনহাটায় তাঁর কনভয় থামানো হয় ৷ তল্লাশির সময় কমিশনের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীরা। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট রমাল সিং বিরদি । তবে তল্লাশি চলাকালীন কিছু পাওয়া যায়নি। পুরো বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
এদিকে, নববর্ষের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের হেলিকপ্টারে আয়কর দফতরের হানা দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেকথা রবিবারই সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন 'তৃণমূল সেনাপতি' ৷ যা নিয়ে বঙ্গ রাজনীতির তরজা চড়েছিল চরমে ৷ তাহলে কি অভিষেকের কপ্টার তল্লাশির পালটা নিশীথের গাড়ি পরীক্ষা করল রাজ্য পুলিশ ? উঠছে প্রশ্ন ৷