পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ্যে পাচারের আগে উদ্ধার 12 আদিবাসী কিশোর-কিশোরী - CHILD TRAFFICKING

ভিনরাজ্যে পাচারের আগে আদিবাসী কিশোর-কিশোরীকে উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ।

CHILD TRAFFICKING
উদ্ধার 12 আদিবাসী কিশোর-কিশোরী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 1:07 PM IST

গঙ্গারামপুর, 8 নভেম্বর: চৌপথী থেকে 12 জন আদিবাসী শিশু শ্রমিককে উদ্ধার করে বুধবার রাতে উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ ৷ তারপর তাদের চাইল্ড লাইনে পাঠানো হয় ৷

গোপন সূত্রের খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ সাদা পোশাকে গঙ্গারামপুর চৌপথী এলাকায় রাতে অপেক্ষায় ছিল ৷ সেই সময় তারা দেখতে পায়, কিছু আদিবাসী পুরুষ ও মহিলাদের সঙ্গে 10 থেকে 12 বছরের মধ্যে বয়সি 12 জন কিশোর-কিশোরী রাতে বাস থেকে চৌপথী এলাকায় নামে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কিশোর-কিশোরী এবং আদিবাসী ব্যাক্তিদের থানায় নিয়ে আসা হয়। ধৃত আদিবাসী ব্যাক্তিদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের ছাতা কোম্পানিতে তাদের অভিভাবকেরা কাজ করে ৷ সেখানেই কাজ শেখাতে এই সব কিশোর-কিশোরীদের নিয়ে যাওয়া হচ্ছিল ৷

গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, "গঙ্গারামপুর থানার তৎপরতায় শিশু শ্রমিকদের কাজে নিয়ে যাওয়া থেকে আটকানো হয়েছে। তাদের চাইল্ড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত করে দেখছে।"

যদিও পরে পুলিশ জানতে পারে, 12 জন শিশুদের মধ্যে চার-পাঁচ জনের বাড়ির অভিভাবক রয়েছে ৷ কিন্তু বাকিদের অভিভাবকরা প্রতিবেশীদের কাছে কাজের জন্য শিশুদের পাঠিয়ে দেয় ৷ পরে ওই দুই ব্যক্তির সঙ্গে তাদের জেলা চাইল্ড লাইনে পাঠিয়ে দেয় গঙ্গারামপুর থানার পুলিশ। শিশু শ্রমিক পাচার রুখে তাদের চাইল্ড লাইনে পাঠানোয় প্রসংশিত হয়েছে পুলিশ প্রশাসন।

ABOUT THE AUTHOR

...view details