সাঁকরাইল, 12 মে: আগামী 20 মে শুধু সরকার বাছলে হবে না। বাংলার আগামীকেও বেছে নিতে হবে। হাওড়ার সাঁকারাইলের সভা থেকে এই ভাষাতেই ভোটারদের নতুন বাংলা গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী। সুপার সানডে-তে রাজ্য সফরে এসে চারটি সভা করেন প্রধানমন্ত্রী। দিন শেষে সাঁকরাইলের সভা থেকে আরও একবার দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক দিলেন তিনি।
হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে করা সভা থেকে প্রধানমন্ত্রী একাধিক ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ করেন। তাঁর কথায় একদিকে কংগ্রেসের অত্যাচার, দুর্নীতি এবং তোষণ অন্যদিকে বামেদের স্বৈরচারী মনোভাবের সংমিশ্রণে তৃণমূল তৈরি হয়েছে। প্রথমে কংগ্রেস ও সিপিএম এবং পরে তৃণমূল বাংলার সর্বনাশ করেছে। প্রতিটি ক্ষেত্রে বাংলাকে পিছিয়ে দিয়েছে।
এরপর সরাসরি হাওড়ার প্রশ্নে আসেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "একটা সময় ছিল যখন হাওড়া বিভিন্ন উদ্যোগের হাব ছিল। এখানে বিভিন্ন ধরনের মিল থেকে শুরু করে কারখানা ছিল। কিন্তু প্রথমে বামেরা আর কংগ্রেস পরে তৃণমূল সব শেষ করে দিয়েছে। এখানকার পোশাক শিল্প এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। পাশাপাশি মান্ডিতে গিয়েও কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল বেঁচতে পারছে না । ঠিক এই প্রসঙ্গে তৃণমূল নেতাদের নিশানা করেনন তিনি। বলেন, "তৃণমূল নেতাদের কাজ গোলমাল আর তৃণমূল কর্মীদের কাজ জোর করে জমি দখল।" অন্য একটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "দুর্নীতির মুক্ত বাণিজ্য চালায় তৃণমূল। অন্য দুর্নীতির পাশাপাশি লটারি দুর্নীতির নেপথ্যেও আছেন তৃণমূলের নেতারা। এই লটারি দুর্নীতি বাংলার যুব সমাজকে শেষ করে দিয়েছে। অথচ সরকার সেই দোষীদেরই বাঁচাচ্ছে।"