কলকাতা, 27 মে:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো বাতিল হচ্ছে না। মঙ্গলবার কলকতায় সভা করার কথা প্রধানমন্ত্রীর। ঘূর্ণিঝড় রেমালের জেরে কর্মসূচি বাতিল হতে পারে বলে আশঙ্কা করেছিলেন দলের অনেকই। কিন্তু শেষমেশ তা হল না। নির্দিষ্ট সূচি মেনেই রোড শো করবেন নরেন্দ্র মোদি। শেষ দফার নির্বাচন শনিবার। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ-সহ মোট 9টি লোকসভা কেন্দ্রে হবে ভোট। ইতিমধ্যে একাধিকবার রাজ্যে এসে নির্বাচনী প্রচার করেছেন মোদি। শেষ দফাতেও কোনও খামতি রাখতে চাইছেন না তিনি।
তাঁর এমন ভাবার কারণ আছে অবশ্যই। গেরুয়া শিবির মনে করছে, এই 9টির মধ্যে কয়েকটি আসন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এরমধ্যে তিনটি লোকসভা আসনের আলাদা তাৎপর্য রয়েছে বিজেপির কাছে। যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী সায়নী ঘোষ এবং বামেদের দিক থেকে তরুণ তুর্কি নেতা সৃজন ভট্টাচার্য। এই আসনে নিজেদের ভালো সম্ভাবনা দেখছেন বিজেপির রাজ্য নেতারা।
লোকসভা নির্বাচনের সব খবরের জন্য ক্লিক করুন এখানে
কলকাতা উত্তরে তৃণমূল বনাম প্রাক্তন তৃণমূলের লড়াই। তৃণমূল কংগ্রেসের পাঁচবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াই ভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তাপস রায়। স্বাভাবিকভাবে এই আসনকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে পদ্মশিবির। অন্যদিকে, কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের দুবারের সাংসদ মালা রায় এবং রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীর মধ্যে লড়াই। এখানেও ভালো ফলের প্রত্যাশা আছে বিজেপির। এছাড়া ডায়মন্ড হারবারের মতো আসনে তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'কে বেগ দিতে মরিয়া বিজেপি। সেদিক থেকে মোদির সফরের আলাদা গুরুত্ব আছে।
আরও পড়ুন: রেমাল দুর্যোগের 48 ঘণ্টার মধ্যেই কলকাতায় মোদি-মমতা, বড় চ্যালেঞ্জ পৌরনিগমের
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর 2.45 মিনিটে বারাসতে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল 4টে নাগাদ যাদবপুরের প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে যাদবপুরে জনসভা করার কথা রয়েছে মোদির। এই সভা শেষ করে বিকেল 5.45 মিনিটে কলকাতা উত্তর এবং তারপর দমদমে রোড শো করবেন তিনি। জানা গিয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামী বিবেকান্দের জন্মভিটে পর্যন্ত এই রোড শো হবে। বিজেপির এক লক্ষ কর্মী-সমর্থক আনতে চাইছে। ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ প্রথম সারির বিজেপি নেতারা এই রুটে পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভাষা কি এটা হওয়া উচিত ? মোদির 'মুজরো' মন্তব্যে কটাক্ষ তেজস্বীর
সূত্র মারফত জানা গিয়েছে, আগামিকালের রোড শো-র জন্য দিল্লি থেকে এসেছে বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। গাড়িটি সল্টলেকের বিজেপির কার্যালয়ে রাখা হয়েছে। এছাড়াও রাজ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য দিল্লি থেকে মোট পাঁচটি বিশেষ টিম এসেছে কলকাতায়। পরদিন মানে বুধবার আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল 11 টা থেকে তাঁর জনসভা শুরু হবে। প্রথমে তিনি মথুরাপুর একটি জনসভা করবেন। সেখান থেকে তিনি জয়নগরে আরও একটি সভা করবেন। শেষে অভিজিৎ দাসের সমর্থনের ডায়মন্ড হারবারে শেষ জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে শুরু হয়ে গেছে প্রস্তুতি। সোমবার সন্ধ্যায় শহিদ মিনার গ্রাউন্ডে মঙ্গলবারের রোড শো নিয়ে একটি ড্রোন শো আয়োজন করেছে বিজেপি। হাজার হাজার ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে বিকশিত ভারত এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের ছবি।
আরও পড়ুন: 'হারাতঙ্ক রোগে ভুগছেন মোদি', বিচারপতিদের একাংশকেও নিশানা মমতার