ETV Bharat / state

যাত্রী দুর্ভোগ কমাতে অতিরিক্ত 50টি বাস নামানোর সিদ্ধান্ত নিল এনবিএসটিসি - NBSTC BUS SERVICE

যাত্রী দুর্ভোগ কমাতে নয়া উদ্যোগ এনবিএসটিসি'র ৷ যাত্রীদের সংখ্য়া বেড়েছে ৷ তাই বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷

NBSTC BUS SERVICE
এনবিএসটিসি পরিবহণ সংস্থা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 2:42 PM IST

কোচবিহার, 8 জানুয়ারি: যাত্রী দুর্ভোগ কমাতে নতুন করে 50টি বাস পথে নামানোর সিদ্ধান্ত নিল NBSTC । মঙ্গলবার সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায় এই খবর জানান । তিনি বলেন, "হাতে বাস থাকলেও কর্মী ঘাটতি রয়েছে । সে জন্য কর্মী নিয়োগ করে নতুন করে বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে ইতিমধ্যে পরিবহণ মন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে ৷"

যাত্রী চাহিদা থাকলেও NBSTC-এর বাসের সংখ্যা তুলনামূলক কম ৷ এই নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ অফিস, স্কুল ও কলেজে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের । ফলে, বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি পরিবহণ সংস্থার বাসে যাতায়াত করতে হয় তাদের ৷ যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময় মেনে NBSTC বাস চলে । ফলে যথাসময়ে গন্তব্যে পৌঁছনো যায় । তবে বাসের সংখ্যা কম হওয়ায় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা ৷ যাত্রীদের কথা মাথায় রেখে NBSTC বাসের সংখ্যা বাড়ানো দরকার ।

যাত্রী দুর্ভোগ কমাতে উদ্যোগ (ইটিভি ভারত)

বর্তমানে কোচবিহার-কলকাতা রকেট সার্ভিসের পাশাপাশি কোচবিহার-বহরমপুর, ধুবড়ি-রায়গঞ্জ ভায়া কোচবিহার এই তিনটি দূরপল্লায় এনবিএসটিসি বাস চলাচল করে ৷ পাশাপাশি, সমস্ত লোকাল রুটেও এই বাস চলাচল করে । তবে বর্তমানে কর্মী সংখ্যায় ঘাটতি ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে সরকারি বাস পরিষেবা ৷ এর মধ্য়ে রয়েছে বায়ুদূষণের কাঁটা ৷ গত 2023 সালে এনবিএসটিসি-র 900টি বাস থাকলেও গ্রিন ট্রাইবুনালের নির্দেশে 245টি বাস বাতিল করা হয় । গত এক বছরে পরিবহণ দফতর রকেট ও CNG-সহ বেশকিছু বাস দফায় দফায় চালু করায় বাসের সংখ্যা দাঁড়ায় 733টি । এর মধ্যে আবার 25টি বাসের বেহাল অবস্থা ৷

তথ্য অনুযায়ী, এই মুহূর্তে রাস্তায় এনবিএসটিসি'র 708 গুলি বাস চলাচল করছে । এর মধ্যে দৈনিক গড়ে 90-95টি বাস বিভিন্ন ডিপোতে রক্ষণাবেক্ষণের কাজে থাকে । অর্থাৎ, দৈনিক গড়ে রাস্তায় চলাচল করে এমন গাড়ির সংখ্যা 618-613টি । এর মধ্যে অপারেশনের জন্য দৈনিক গড়ে 535-540টি বাস রাস্তায় বের হয় । সংস্থা সূত্রে খবর, নতুন করে আরও 33টি নতুন বাস যুক্ত করা হবে । এরমধ্যে 24টি সিএনজি ও 9টি ডিজেল চালিত বাস ।

পড়ুন: বছরের শুরুতে প্রবল তুষারপাত, বরফের চাদরে ঢাকল সিকিম; দেখুন ভিডিয়ো

কোচবিহার, 8 জানুয়ারি: যাত্রী দুর্ভোগ কমাতে নতুন করে 50টি বাস পথে নামানোর সিদ্ধান্ত নিল NBSTC । মঙ্গলবার সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায় এই খবর জানান । তিনি বলেন, "হাতে বাস থাকলেও কর্মী ঘাটতি রয়েছে । সে জন্য কর্মী নিয়োগ করে নতুন করে বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে ইতিমধ্যে পরিবহণ মন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে ৷"

যাত্রী চাহিদা থাকলেও NBSTC-এর বাসের সংখ্যা তুলনামূলক কম ৷ এই নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ অফিস, স্কুল ও কলেজে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের । ফলে, বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি পরিবহণ সংস্থার বাসে যাতায়াত করতে হয় তাদের ৷ যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময় মেনে NBSTC বাস চলে । ফলে যথাসময়ে গন্তব্যে পৌঁছনো যায় । তবে বাসের সংখ্যা কম হওয়ায় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা ৷ যাত্রীদের কথা মাথায় রেখে NBSTC বাসের সংখ্যা বাড়ানো দরকার ।

যাত্রী দুর্ভোগ কমাতে উদ্যোগ (ইটিভি ভারত)

বর্তমানে কোচবিহার-কলকাতা রকেট সার্ভিসের পাশাপাশি কোচবিহার-বহরমপুর, ধুবড়ি-রায়গঞ্জ ভায়া কোচবিহার এই তিনটি দূরপল্লায় এনবিএসটিসি বাস চলাচল করে ৷ পাশাপাশি, সমস্ত লোকাল রুটেও এই বাস চলাচল করে । তবে বর্তমানে কর্মী সংখ্যায় ঘাটতি ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে সরকারি বাস পরিষেবা ৷ এর মধ্য়ে রয়েছে বায়ুদূষণের কাঁটা ৷ গত 2023 সালে এনবিএসটিসি-র 900টি বাস থাকলেও গ্রিন ট্রাইবুনালের নির্দেশে 245টি বাস বাতিল করা হয় । গত এক বছরে পরিবহণ দফতর রকেট ও CNG-সহ বেশকিছু বাস দফায় দফায় চালু করায় বাসের সংখ্যা দাঁড়ায় 733টি । এর মধ্যে আবার 25টি বাসের বেহাল অবস্থা ৷

তথ্য অনুযায়ী, এই মুহূর্তে রাস্তায় এনবিএসটিসি'র 708 গুলি বাস চলাচল করছে । এর মধ্যে দৈনিক গড়ে 90-95টি বাস বিভিন্ন ডিপোতে রক্ষণাবেক্ষণের কাজে থাকে । অর্থাৎ, দৈনিক গড়ে রাস্তায় চলাচল করে এমন গাড়ির সংখ্যা 618-613টি । এর মধ্যে অপারেশনের জন্য দৈনিক গড়ে 535-540টি বাস রাস্তায় বের হয় । সংস্থা সূত্রে খবর, নতুন করে আরও 33টি নতুন বাস যুক্ত করা হবে । এরমধ্যে 24টি সিএনজি ও 9টি ডিজেল চালিত বাস ।

পড়ুন: বছরের শুরুতে প্রবল তুষারপাত, বরফের চাদরে ঢাকল সিকিম; দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.