শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর: নির্ধারিত সময় থেকে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস ৷ আর তার জেরেই যাত্রী বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়াল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ৷ শুক্রবার সকালে এনজেপি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে 6টা 10 মিনিটে ছাড়ার কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের ৷ কিন্তু, প্রায় আড়াই ঘণ্টা দেরিতে সাড়ে ন’টা নাগাদ ওই ট্রেন ছাড়ে ৷ দেরিতে ট্রেন ছাড়া নিয়ে প্রশ্ন করায়, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে আধিকারিকদের বিরুদ্ধে ৷ আর তার জেরেই এনজেপি স্টেশনে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ যাত্রীরা ৷
দুর্ব্যবহারের অভিযোগে যাত্রী বিক্ষোভ (ইটিভি ভারত) ট্রেন দেরিতে ছাড়ায় বিপাকে পড়েন যাত্রীরা ৷ অভিযোগ, কেন ট্রেন দেরিতে ছাড়া হচ্ছে ? যাত্রীরা রেলের আধিকারিকদের সেই প্রশ্ন করলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় ৷ এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন যাত্রীরা ৷ প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ অভিযোগ, যাত্রী বিক্ষোভের মুখে পড়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট এবং তাঁর লোকজন স্টেশন থেকে পালিয়ে যান ৷ যদিও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন দেরিতে ছাড়া হয়েছে ৷ তাহলে সেই তথ্য আগেই কেন যাত্রীদের জানান হয়নি, সেই জবাব রেলের তরফে দেওয়া হয়নি ৷
হয়রানির শিকার যাত্রী মাধব হালদার বলেন, "ট্রেন দেরি হতেই পারে ৷ কিন্তু, রেল কর্তৃপক্ষর উচিত ছিল সেটার বিষয়ে যাত্রীদের অবগত করা ৷ আমরা দেরি হওয়ার বিষয়ে জানতে গেলে, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় ৷ রেল আধিকারিকরা আমাদের ফেলে পালিয়ে যান ৷ অনেকের আবার গুয়াহাটি থেকে অন্য ট্রেন ধরার ছিল ৷ কিন্তু, সেটা আমরা আর ধরতে পারব না ৷ আমাদের দাবি আগামীতে যেন এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় ৷"
ত্রিপুরার বাসিন্দা পৌশালী দত্ত বলেন, "বন্দে ভারত একটা প্রিমিয়াম ট্রেন ৷ আমার গুয়াহাটি থেকে আবার আরেকটি ট্রেন ধরার কথা ছিল ৷ সেজন্য রাতের সরাইঘাট ছেড়ে, সকালে বন্দে ভারতের টিকিট কাটি ৷ কিন্তু, এই ট্রেনটি দেরি করায় গুয়াহাটি থেকে ত্রিপুরার ট্রেন এখন আমি ধরতে পারব না ৷ সব থেকে বড় কথা আমাদের একবার জানান হয়নি ৷ কারণ জানতে গেলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় ৷ আমরা কোনও সহযোগিতা পাইনি ৷ রেল আধিকারিকরা বিষয়টা দেখুক ৷" যাত্রীদের অভিযোগ সম্পর্কে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, "ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ওই ট্রেন দেরিতে রওনা দিয়েছে ৷ তবে, কেউ দুর্ব্যবহার করেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে ৷"