কলকাতা, 31 ডিসেম্বর: বছর শেষে ফের ইমেল সিনিয়র চিকিৎসকদের । এবার সিবিআই এবং নবান্নকে নিজের দাবি জানিয়ে ইমেল করল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস । পাশাপাশি মঙ্গলবার রাত দখলের ডাক দিয়েছে এই চিকিৎসক সংগঠন ৷ আজ রাত 9টায় হবে এই কর্মসূচি ৷
আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে 20 তারিখ থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা ধর্মতলা মেট্রো চ্যানেলে অবস্থান করছেন । তাঁদের দু'দফা দাবি রয়েছে । প্রথম দাবি হল, অবিলম্বে আরজি কর হাসাপাতালের প্রাক্তন অধ্যক্ষ অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে হবে আদালতে । এর পাশাপশি, এই কাজের জন্য রাজ্য সরকারের যে ক্লিয়ারেন্স প্রয়োজন, তা শীঘ্রই দিতে হবে । সেই দুটো কথা জানিয়েই ফের ইমেল করলেন সিনিয়র চিকিৎসকরা ।
2024 সালের শেষ দিন আজ ৷ এদিনও সেই খবরের শিরোনামে আরজি কর । কারণ, বছর শেষ হলেও বিচার আসেনি তরুণী চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডে । উপরন্তু প্রকাশ্যে আসছে বিশেষজ্ঞদের একাধিক চাঞ্চল্যকর তথ্য । যা দেখে আরও বাড়ছে বিতর্ক ।
প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল । কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই ৷ ফলে দু'জনেই আদালত থেকে জামিন পেয়ে যান । এই ঘটনার পর ক্ষুদ্ধ হয়ে ওঠে চিকিৎসক সংগঠনগুলো ।
একাধিকবার সিবিআই দফতর অভিযান করেন সিনিয়র চিকিৎসকরা । সিজিও কমপ্লেক্সের বাইরে তালাও ঝুলিয়ে দিতে দেখা যায় তাঁদের । জুনিয়র চিকিৎসকদের তরফেও সিজিও কমপ্লেক্সে যাওয়া হয় । তবে সিবিআইয়ের তরফে বলা হয়েছে, পরবর্তী চার্জশিট পেশ করা হবে । সব তথ্য খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তবে এর মাঝে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস বেশকিছু নথি তুলে দিয়ে আসে সিবিআইয়ের হাতে । এরপরে তারা এ দিন চিঠি দিল সিবিআই ও নবান্নকে ৷ এবার দেখার এই চিঠির উত্তর কী আসে ৷