পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোম থেকে অনির্দিষ্টকাল বন্ধ ভেসেল পরিষেবা, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

অনির্দিষ্টকালের জন্য ভেসেল পরিষেবা বন্ধের ডাক পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের জলপথের সমস্ত শাখার ৷ সরকারি বেতন পরিকাঠামো ও ঠিকাদার প্রথা বাতিলের দাবি ৷

Suspension of Vessel Services
সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভেসেল পরিষেবা ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 8:09 PM IST

সাগর/কলকাতা, 8 নভেম্বর: চরম ভোগান্তির শিকার হতে চলেছে খেয়া পারাপারকারী যাত্রীদের একাংশ ৷ পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের অন্তর্গত জলপথের সমস্ত শাখার অস্থায়ী শ্রমিক সংগঠন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন ৷ দু’দফা দাবি আদায় করতে সোমবার থেকে লাগাতার কর্মবিরতি চলবে ৷

পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের জলপথ শাখার অস্থায়ী শ্রমিক সংগঠনগুলির দীর্ঘদিনের দাবি - প্রথমত, ঠিকাদারি প্রথা বাতিল করে সকলকে স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করতে হবে ৷ আর দ্বিতীয়ত, সরকার ঘোষিত বেতন কাঠামো চালু করতে হবে ৷ সংগঠনগুলির অভিযোগ, পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের, সড়ক পরিবহণে যুক্ত সকল অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ হয়ে গিয়েছে ৷ কিন্তু, জলপথ পরিবহণের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীদের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না ৷

সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভেসেল পরিষেবা ৷ (ইটিভি ভারত)

এই পরিস্থিতিতে নিজেদের দাবিপূরণের জন্য সাগর ও কলকাতা মিলেনিয়াম পার্ক, দুলদুলি-বেলুড়-দক্ষিণেশ্বর শাখার অস্থায়ী কর্মী সংগঠন সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ৷ এর ফলে সপ্তাহের প্রথম দিন থেকে ব্যাপক হয়রানির শিকার হতে হবে, নিত্যযাত্রীদের একাংশকে ৷ বিশেষত, সাগরদ্বীপের বাসিন্দাদের ৷

সাগরদ্বীপ থেকে কাকদ্বীপ যেতে গেলে কচুবেড়িয়া ঘাট থেকে ভেসেলে লট নম্বর আটে আসতে হয় ৷ দক্ষিণ 24 পরগনার মূল স্থলভাগের সঙ্গে সাগরদ্বীপের একমাত্র যোগসূত্র এই ভেসেল পরিষেবা ৷ ফলে, তা বন্ধ হয়ে গেলে, চরম ভোগান্তির শিকার হতে হবে সাধারণ মানুষকে ৷ বিশেষত, রোগী ও অফিসযাত্রীদের ৷ তাই সাগরদ্বীপে নিত্য ভেসেলে যাতায়াতকারীদের দাবি, দ্রুত পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগম ও অস্থায়ী কর্মীরা আলোচনায় বসে, সমস্যার সমাধান করুন ৷

সোমবার থেকে অনির্দিষ্টকাল বন্ধ ভেসেল পরিষেবা ৷ (নিজস্ব চিত্র)

এ নিয়ে অস্থায়ী ভেসেল কর্মী অসিতকুমার দাস বলেন, "বহুবার রাজ্যের ভূতল পরিবহণ দফতরে জানিয়েও কোনও রকম সদুত্তর আমরা পাইনি ৷ বাধ্য হয়েই আমরা অনির্দিষ্টকালের জন্য ভেসেল পরিষেবা বন্ধ রেখে, আন্দোলনের পথ বেছে নিয়েছি ৷ আমরা জানি যাত্রীদের অনেক অসুবিধা হবে ৷ কিন্তু, কিছু করার নেই ৷ আমাদের দাবি যতক্ষণ না-পর্যন্ত রাজ্যের পরিবহণ দফতর মানছে, ততক্ষণ এই আন্দোলন চলবে ৷"

ABOUT THE AUTHOR

...view details